শীতজন্ম

শীতজন্ম

শীতের জানালাটা এবার খুলে দাও
সকালের হলুদ রোদটুকু তোমার নরম শরীরে পড়ুক,
সারারাত গুহায় থেকে যে মানচিত্র এঁকেছো মনের ভেতর
এবার তাকে পৃথিবীর বাইরে ছেড়ে দাও দলছুট পিঁপড়ার মতো।

তৃতীয় চোখে মেলে তাকিয়ে দেখ দিগন্তের ওপারে
বুক খোলা শার্টে যে ছেলেটি দাড়িয়ে আছে সীমান্তের শেষ দাগে
শিশির ভেজা কম্পিত ঠোঁটদুটো তোমার ঠোঁটে রাখবে বলে
শীতের আগুনে বুক পুড়িয়ে হেটে এসেছে এতোটা পথ।

শীতকে হারিয়ে এবার উন্মত্ত সমুদ্র স্নানে চলো
এই শীতে এবার আমাদের মানুষজন্ম হোক।

2 thoughts on “শীতজন্ম

  1. "শীতকে হারিয়ে এবার উন্মত্ত সমুদ্র স্নানে চলো
    এই শীতে এবার আমাদের মানুষজন্ম হোক।"

    ___ শুধু শীত নয় কবি; গ্রীষ্মেও আমাদের পরিবর্তন হোক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।