হিমসূর্যের পাশে
দাঁড়িয়ে আছি। দেখছি সূর্য। হিমের হলুদ রঙ। আর যারা
ভালোবাসবে বলে, খুঁজেছিল পাতার নিয়তি- দেখছি তাদের
আঙুলের উঠা-নামা। অন্যকে পথ দেখাবার কৌশল।
বরফে ঢাকা পথ। পথের সরু পাঁজর। গ্রোসারী শপ থেকে
বেরিয়ে আসা বালিকার তুষার-তুষার খেলা। স্নো-বল।
শাদা ধবধবে পৃথিবীর মুখ।
কেঁপে উঠছি। কাঁপছি বিশ্বের প্রথম পরিব্রাজকের মতো
আর প্রচণ্ড হিমসূর্যের দিন এসে আমাকেও
কানে কানে বলছে,
এসো ভুল করি। পথভুলে জলবৃক্ষের পাতাগুলো সাজাই….
হিমসূর্যের পাশে শাদা ধবধবে পৃথিবীর মুখ। … অসাধারণ কথা-কাব্য।
ভাল কবিতা।