এই শীতে আপেলের সৌন্দর্য

এই শীতে আপেলের সৌন্দর্য
……………………………………………..
শীতের দ্বিতীয় পর্ব শুরু হলে আমরা খুঁজতে বের হই আপেলের সৌন্দর্য। জ্বর কিংবা শীত হাওয়ার পর কেমন যেন ঈর্ষা জাগে। বাতাসী মেয়েরা কেমন দাঁড়িয়ে থাকে শীতের ওড়না ধরে। কিন্তু কে না জানে শীতের সমস্ত সৌন্দর্য লুকিয়ে থাকে নগ্নতার ভেতর। গার্হস্থ্য দিনে ঘরে শষ্য তোলার পর মনের ভেতর এইসব প্রশ্ন জাগলে নিজ প্রেমিকাকে শীতের হাতে সঁপে দিই – সে অনন্ত মানবিক হতে শিখুক। এইসব শীতরাতে ব্যক্তিগত ঋণের পরিমাণ বাড়থে থাকে – দু’মাসের ধার-দেনা ঘরে নতুন চাল উঠলে পরিশোধ করতে হয়। দই জমতে থাকা এমন রাতে হারিয়ে ফেলি মূল্যবান সভ্যতার ভ্রুণ – জঠরে পেঁচিয়ে রাখি চুপচাপ প্রেম। এইসব পরিমাপহীন ভালোবাসা আমাদেরকে টেনে নিচ্ছে সমদূরত্বে। দৃষ্টির জাল ফেলার পর ঈশ্বরের সামনে দাঁড়িয়ে গেলে তিনি পুরোপুরি লাল হয়ে যান। ডানপন্থী নাকি বামপন্থী নাকি পাশ্চাত্য ঘেঁষা এইসব তত্ত্বকথা উপুড় করে দিয়ে আঙুল নির্দেশিত পথে চলি। ছায়াছবির মতো লড়াই করতে করতে আপেলের সৌন্দর্য বের করে ফেলি। আপেল – যেনো একটা ট্রামলাইন, শীতের শুরুতে কতো সুপুরুষ মাথা পেতে দিল।
.

3 thoughts on “এই শীতে আপেলের সৌন্দর্য

  1. 'দই জমতে থাকা এমন রাতে হারিয়ে ফেলি মূল্যবান সভ্যতার ভ্রুণ – জঠরে পেঁচিয়ে রাখি চুপচাপ প্রেম।' ___ ফ্যান্টাসটিক প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. হু জুগলপ্রেম শুধু শীত আর শীতল

    অনেক শুভ কামনা রইল কবি দা————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।