অসহায়ত্ব

অসহায়ত্ব

চোখ কান খোলা রেখে বসে আছি ধীর স্থির
কোথাও পা বাড়াতে পারি না আগের মতো
হাত গুটিয়ে বসে আছি
না শহর না গ্রাম কোথাও যাচ্ছি না আর
দেখছি মানুষের হিংস্রতা
পৃথিবীর স্রোতে ভেসে আসে পাপ
বসে আছি – পাশ দিয়ে বয়ে যাচ্ছে শহুরে স্রোত
দয়া মায়া নৈতিকতা সব বিসর্জন দিয়েছি
চোখ কান খোলা রেখে বসে আছি
আমায় ঘিরে আছে সামাজিক অসহায়ত্ব।

3 thoughts on “অসহায়ত্ব

  1. চোখ কান খোলা রেখে বসে থাকলেও আমাদের ঘিরে থাকে সামাজিক অসহায়ত্ব। … যথার্থ বলেছেন মি. মোকসেদুল ইসলাম। কবিতা শুধু কল্প কথা নয়, শব্দের বিলাস নয়; জীবনের অনুভূতিও বটে। ধন্যবাদ।

  2. কি করা যাবে ? এমনিভাবে কি আমরা অসহায়ত্ব নিয়ে  বসে  থাকবো!

  3. আমাদের ঘিরে থাকে সামাজিক অসহায়ত্ব। ঠিক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।