শান্তি নিবে, শান্তি
নিঃশ্বাসে প্রশ্বাসে
পল্লীর মেঠো পথে
ফসলের খেত জুড়ে
আজ শান্তির খবর দিবো;
শান্তি নিবে, শান্তি
এসো দেখো উপভোগ করো
স্বাধীনতা আবার পেয়েছি ফিরে,
ঘৃণায় কুঁকড়ে যাওয়া সোনার বাংলায়
রাজাকার দিয়েছি পুঁতে,
দীর্ঘ শ্বাস গ্রহণ করে দেখো
শুকিয়ে যাওয়া বেলী আবার
ঘ্রাণেঘ্রাণে মোহময় করেছে বাংলা সুখে
শান্তি নিবে, শান্তি
কেউ কাঁদে, কেউ হাসে
কারো কারো অশ্রুজল অতীত তুলেছে ডেকে
রাজাকার আলবদর হায়েনা নরপিচাশ
সোনার বাংলায় দিয়েছে পুঁতে,
গগণ ছোঁয়া মুষ্ঠি করা হাত যেন আবার বলে
স্বাধীনতা আবার পেয়েছি ফিরে
দম বন্ধ করে কে কে আছো বন্দি ঘরে, এসো
শান্তি নিবে, শান্তি
ঘৃণায় কুঁকড়ে যাওয়া সোনার বাংলায়
রাজাকার দিয়েছি পুঁতে।
উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ১২:৪০, ১১০৫২০১৬।
ঘৃণায় কুকরে যাওয়া সোনার বাংলায়,
রাজাকার দিতেছি পুঁতে,
খুব ভালো লাগলো কবি বন্ধু 'রুদ্র আমিন'।
ধন্যবাদ, দিয়েছি পুঁতে
লিখাটি পড়তে পড়তে যেন ঘোর লাগা এক আবেশ থেকে ঘুরে এলাম। অল দ্য বেস্ট প্রিয় কবি মি. রুদ্র আমিন। রমজানুল মোবারক। শুভ সন্ধ্যা।
স্বাধীনতা আর অখণ্ডতা ধরে রাখতে দেশকে শত্রু মুক্ত রাখতে হবে। শুভেচ্ছা নিন কবি।
ঠিক তাই