বীজ
রোদ্দুর পেরিয়ে কুয়াশার ভেতর যাত্রাকালে
বোধিসত্বের কর্ষণে জন্ম নেয়া শষ্য
আমাদের শুনিয়ে যায় নৈঃশব্দ্যের কথামালা
জল – মাটির গুঞ্জনের গান
সভ্যতার মুঠোয় তুলে দিয়েছি কালো ভ্রুণ
আহ্লাদী কিশোরীর শাশ্বত ডাক।
অন্ধকার – যৌন কানাকানিতে মেতে থাকে দুই যুবক
সবুজ বীজের দাহ শেষ হতে আরও কতো সময় নেবে।
সুকঠিন প্রশ্ন রেখে দিয়েছেন কবিতায়। উত্তর আমার জানা নেই প্রিয় কবি। তারপরও শুভেচ্ছা রাখি আপনার জন্য। শুভ সকাল। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।
অনেক অনেক সুন্দর। নমষ্কার কবি দা।
বীজ অঙ্গুর সুন্দর কবি ————-