নির্জলা প্রসাদ

নির্জলা প্রসাদ

আরণ্যক সময় এখন
হিসেবের পাঠ চুকিয়ে অবেলায়
আবার প্রেমে পড়বো আমরা

দুঃখমোচন দিনে
হাত ফসকে পড়ে যাচ্ছে প্রেম
ইতি টানবো চিরচেনা গানের

পুনরাবৃত্তি হচ্ছে তোমার নাম
এই নির্জলা প্রসাদ
রাক্ষসী! তোমার তরে

কতো কথাই বলা হয় মুদ্রাদোষে
নস্টালজিক সময় এখন
বাড়ছে প্রেমক্ষুধা

ধরে নাও ক্ষুধার রং লাল
লাল মানে বিপদ
লাল মানেই প্রেম

তৃষ্ণারা শুধু হাততালি দিতে জানে
নিজেকে প্রশ্ন করো
দৃশ্যের ভেতর জন্ম হবে কার

রোদে মেলে ধরো অখিল যাতনা
আকৃতি পাক মানুষের মুখ
যাত্রা হোক আলোর দিকে

নিশ্চিত মিথ্যের হাত
প্রতিশ্রুতিহীন দুর্লভ প্রেম
টেনে নিচ্ছে অন্ধকারে

রক্তক্ষরণের পর
আমি কাউকে ডাকিনি
জৌলুস হারাচ্ছে নির্জলা প্রেম।

3 thoughts on “নির্জলা প্রসাদ

  1. বরাবরের মতো মুগ্ধ। শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আপনার লেখার ধরণ খুব ভাল। শুভেচ্ছা নিন কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।