সুখের উম্মোচন

সুখের উম্মোচন

খুকী তোর পেঁচা মুখের উম্মোচন হয়েছে সুখ
মাছির মতো লজ্জাহীন করেছে দৃষ্টি পলক-
লাল রাঙা ঠোঁটে ধরেছে আঁকাবাঁকা ধুসর রঙ
খুকী তোর শূন্য থালায় হায়নার মতো চিৎকারে ডং!

এ-কাল সে-কাল সবকালেই মুখ হয়েছে উম্মোচন
একটুও বোঝ না খোকাবাবু দেখে -দেখে নাচন।

পাঁকা ধানে মই দিতে লাগে কতশত মামনকামলা
তবে কি খোকা হবেই বুঝি ভবনমাঠের কামলা
খুকী তোর এ বার মুখউম্মোচন হয়েছে সুখ আর সুখ
দুঃখ নিড়ানিড়মাঠ ভাঙ্গবে না প্রণয় উচ্ছলেছে বুক।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “সুখের উম্মোচন

  1. আপনার লিখায় বরাবরই শব্দের নতুন উন্মোমোচন লক্ষ্য করি মি. বাউল কবি। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

  2. খুকী তোর এ বার মুখউম্মোচন হয়েছে সুখ আর সুখ
    দুঃখ নিড়ানিড়মাঠ ভাঙ্গবে না প্রণয় উচ্ছলেছে বুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

  3. ভাবনার বেশ প্রসার আছে। 

    1. জ্বি বেরা দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।