অনিশ্চিত

আজকাল প্রায়শই সকাল হয় দ্বিপ্রহরে
আজকাল সারাদিন কাটে আলসে ঘুমঘোরে
আজকাল বিকেলকে বিষণ্ণ লাগে না আর
আজকাল আমিই বিকেল, সূর্য ডোবার কাল
আজকাল সন্ধ্যার আগেই চোখ অন্ধকার হয়ে আসে
আজকাল একদমই চাঁদ দেখি না রাতে
আজকাল আর বৃষ্টিতে ভেজা হয় না আগের মত
আজকাল ধুয়ে ফেলেছি মনে প্রেম ছিল যত;

আজকাল বড্ড থিতু, কোথাও যাওয়া হয় না
আজকাল অনিশ্চিত ঐ রাস্তাগুলো বড্ড অচেনা
আজকাল একদম স্থির হয়ে গেছে মন
তোর কাছে আর ছুটে যায় না যখন তখন
অনেক পথচলা হয়েছে, শেষটা জানা হয় নি রাস্তার
কে জানে জীবনের সমাপ্তি কোথায়, কখন, কার!

9 thoughts on “অনিশ্চিত

  1. লিখাটি পড়ে মনে হলো, এই লিখাটিকে মাইল স্টোন হিসেবে চিহ্নিত করা যায় বস্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আজকাল বড্ড থিতু, কোথাও যাওয়া হয় না
    আজকাল অনিশ্চিত ঐ রাস্তাগুলো বড্ড অচেনা————

মন্তব্য প্রধান বন্ধ আছে।