শাদা পৃষ্ঠা

খুলছি জাদুর পৃষ্ঠা
আদিম পুরুষের মুখ
আমি জন্ম নেব বারবার
আলাপে কৌশলে মু্গ্ধচোখ

গলছে বরফ প্রতিদিন
যন্ত্রমুগ্ধ চোখে দেখে
সার্কাসের মেয়ে রূপালি
বিন্দু বিন্দু দুঃখ তার

মেঘদের কোলে নেমে আসা কান্নার জল
রূপালির রঙির পোস্টারে ভরে গেছে দেয়ালে
হারিয়ে গেছে বিচিত্র শৈশব
তবুও জাদুর শাদা পৃষ্ঠায় নিচ্ছি মন্ত্র মুগ্ধপাঠ

নীল প্রাসাদে বদ্ধ দুপুর
তবুও যুদ্ধ চলে কাঁটা-কম্পাসে
অদৃশ্য বিষের মোহ
শাদা পৃষ্ঠায় খরগোশ –কচ্ছপের দৌড়

এমন প্রতিযোগিতা – জাদুর পৃথিবীতে
সমস্ত আদিমতা টেনে আনছে পিঁপড়ের দল
আমাদের নির্বাচিত ভুল – তরল পারদ
জাদুর পৃষ্ঠাজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ।

6 thoughts on “শাদা পৃষ্ঠা

  1. নীল প্রাসাদে বদ্ধ দুপুর
    তবুও যুদ্ধ চলে কাঁটা-কম্পাসে
    অদৃশ্য বিষের মোহ
    শাদা পৃষ্ঠায় খরগোশ –কচ্ছপের দৌড়————-

  2. নন্দিত কবিতা উপহার। অনেক সুন্দর বটে। বিশেষ দিনের বিশেষ কবিতা।

    শুভ জন্মদিন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আজ তাহলে কবি'র জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।