ঘাস পোকা এবং ব্যাঙাচিরদের স্বাতন্ত্র্যবাদ ভালো
বোধি দর্শনে এগিয়ে থাকে তারাই
আর পৃথিবীতে পাখিরাই একমাত্র অসাম্প্রদায়িক
পরাধীনতা এবং দাসত্ব পশুদের জন্য
চরম ডানপন্থি – গুবরে পোকার দল
নাস্তিকতা – সুচতুরতা মাছ আর মৎসজীবীদের জন্য
তারা হুলিয়ানামায় লিখে রাখে জীবনের বয়ান।
আর বাকি যারা আছে – মানে মনুষ্যজাত
তারা বোবা –বধির – আলো বন্দি
দীর্ঘ মোনাজাতে ডেকে আনে সুন্দরী হুর।
ভাবে এবং বুননে খুব মুগ্ধ!
লেখাটা ভীষণ দামি লেগেছে !
আপনার কবিতার প্যাটার্ণ আমার কাছে দারুণ লাগে কবি মোকসেদুল ইসলাম।
আমরা সর্বদাই আলো বন্দি। ভাষাহীন, বধির আর দাসত্বের মতন । আপনার লেখনী পড়ে হৃদয় ছুঁয়ে গেল। আপনাকে অজস্র ধন্যবাদ ।
ব্যাঙাচিরদের স্বাতন্ত্র্যবাদ ভালো
বোধি দর্শনে এগিয়ে থাকে তারাই।
হুম প্রিয় কবি দা।
অনেক সুন্দর কবি মোকসেদ ভাই।