ঋতুস্নান

ঋতুস্নান

মূলত নুন আনতে গিয়েই সবকিছু ফুরিয়ে যায়
হলুদ মরিচ পড়ে থাকে জমিনেই
চেয়ে দেখ ভাতপাতে মাখানো বিষ
দুধসাদা পৃথিবীতে কোথাও সরলরেখা নেই
মিহিদানার মতো মানুষের ভালোবাসাগুলো
এক একটা পরিচিত কীট।

তন্দ্রাতেই যতো ভয় জাদুকরের
আস্তাবল থেকে যে ঘোড়া ছুটে গেছে ঋতুস্নানে
তার খুর থেকে উঠে আসে বিচ্ছেদের দ্যোতনা
পারস্পরিক ভুলে মরে যাচ্ছে ঋতুবতী বাগান
বক্ররেখা বরাবর রেখে দিয়েছি আমাদের দ্বিধাহীন চাওয়া।

মূলত নুন আনতে গিয়েই আমাদের সবকিছু ফুরিয়ে যায়।

6 thoughts on “ঋতুস্নান

  1. বরাবরের মতো চমৎকার।

    শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।

  2. দারুণ লিখেছেন প্রিয় কবি ইসলাম ভাই। অনেক ভালোবাসা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।