মৃত্যুদিন
কোলাহলময় পৃথিবীতে সংক্রামক মৃত্যু আসছে ধেয়ে
পায়ের ঠকঠক আওয়াজে দূরে সরে যাচ্ছে আলো
শব্দের ডেসিবেল কতো হলে মানুষ জেগে ওঠে
বলতে পারো…….?
নিখুঁত নিশানায় আলগা হচ্ছে শরীর
পোয়াতির কোলে ধ্যানস্ত শিশু
এক পশলা বৃষ্টি দাও প্রভু—
অগভীরে নদীতে সাঁতার কাটছে চতুর মীন
কৃতজ্ঞতা – এখন অন্ধকারে বন্দি
কার কাছে কৈফিয়ত দেবো
সামনে আসছে নেতিবাচক মৃত্যুদিন।
.
[অনেকদিন পর আবার কবিতা চর্চায় ফিরে আসা]
সুন্দর। আবার না হয় শুরু হোক নতুন সাজে। অভিনন্দন মি. মোকসেদুল ইসলাম।
নেতিবাচক মৃত্যুদিন জেনেও কবিতা চর্চায় ফিরে আসা। বাহ্ কবি। স্বাগতম।
অভিনন্দন এবং ওয়েলকাম ব্যাক প্রিয় কবি দা।
শুভেচ্ছা কবি বৈশাখী ঝড় মোকসেদ ভাই।
ধুসর বিবর্ন নিঃসঙ্গতার একাকিত্বে করি শুধুই আর্তনাদ,
শুন্য হাতে নতজানু আমি পার হবো কিভাবে পুলসেরাত!
সুন্দর কবিতা