বিকার

গাছদের হাত আছে পা আছে
এটা সেটা খায় হেঁটে হেঁটে চলে যায় দূরে
কথা বলে পরস্পর

মানুষগুলো বোবাকালা
দুধের মতো ঘন ছায়ায় জুড়িয়ে নেয় প্রাণ

আশ্বিনের দ্বিতীয় রাত- জারিগান সারিগান
অক্ষত দেহে গাছগুলো লিখে রাখে
চুপ কথার ইতিহাস

দশমিকের ঘর ছেড়ে আমরা হেঁটে যাই দ্বিগুণ জোরে
গাছগুলো মারিয়ে হৈ হুল্লোড়

সত্যি বলছি আমাদের চোখে কোন ব্যারাম নেই।

7 thoughts on “বিকার

  1. সত্যি বলছি আমাদের চোখে কোন ব্যারাম নেই।

    ব্যারাম শুধু জীবের চোখে। মানুষের চোখেই বেশি। 

  2. কয়েকটি কবিতা পেরিয়ে গেলো। লক্ষ্য করলাম আজকাল আপনার উপস্থিতিই নাই। :(

  3. মন্তব্য করে কী হবে, লেখায় আপনার প্রতি-মন্তব্য দেখি না কবি মোকসেদুল ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।