মানুষ মানুষের কাছে এসে কাঁদে

মানুষ তো মানুষের কাছে এসে কাঁদে
কাঁদে নীরবে
আড়ালে আবডালে, অন্ধকারে
কিন্তু কোন পশু বা জীব জন্তুর কাছে গিয়ে কেউ কখনো কাঁদেনি;
কারণ তারা কান্নার ভাষা বুঝে না
কান্না মুছে দেবার ক্ষমতা নাই তাদের।

আমিও কেঁদেছি তোমার কাছে
কারণ তোমাকেই পেয়েছি জীবনের পরম সান্ত্বনায়,
তোমাকে পেয়েছি আপন সত্তায়; যখনি মন উদাস হয়েছে
কষ্ট কিংবা আনন্দে আমি কেঁদেছি-
কেবল তোমারই সান্নিধ্যে, তোমারই কাছে অবলীলায় শপে দিয়েছি
যা কিছু আছে আমার…

আবেগে আপ্লুত হয়ে কেঁদেছি
অন্তরের অনন্ত বাসনায় কেঁদেছি
পেয়ে কেঁদেছি; না পেয়ে কেঁদেছি
তোমার কাছেই চেয়েছি ভালোবাসার সমস্ত অধিকার
কেবল তোমার কাছেই বিগলিত হয়েছি বারংবার!

স্বপ্ন দেখে কেঁদেছি
কেঁদেছি, নির্ঘুম রাত স্বপ্ন বুনে বুনে
এক তোমার সামনে হয়েছি উন্মুক্ত সুখ দুঃখ সকল কারণে;
কারণ তোমাকেই মেনেছি সর্ব শর্বর আমার ক্ষুদ্র জীবনে।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “মানুষ মানুষের কাছে এসে কাঁদে

  1. কোন পশু বা জীব জন্তুর কাছে গিয়ে কেউ কখনো কাঁদেনি;
    কারণ তারা কান্নার ভাষা বুঝে না
    কান্না মুছে দেবার ক্ষমতা নাই তাদের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কিন্তু কোন পশু বা জীব জন্তুর কাছে গিয়ে কেউ কখনো কাঁদেনি;
    কারণ তারা কান্নার ভাষা বুঝে না
    কান্না মুছে দেবার ক্ষমতা নাই তাদের।

    আমি কখনো মন্দিরে গিয়েও কাঁদিনি! কেঁদেছি আমার মত মানুষের কাছে গিয়ে।   

  3. মন্তব্য করে কী হবে, লেখায় আপনার প্রতি-মন্তব্য দেখি না কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।