কত গভীরে থাকে মানুষের চোখ
এতোটা অন্ধকার – হা-হুতাশ
অথৈ সাগরে ডুবে যায় জীবনের রং
তবু আগুন আগুন খেলা
এ পোড়া চোখ নীড় নয়
বিবর্ণ আলোর নাচন।
কত গভীরের থাকে চোখ
ধরে রাখি মুঠো মুঠো অন্ধকার
হৃদয় জুড়ে ভাঙ্গনের গান
তবু স্বপ্ন দেখে চোখ
শাল – তমালের বন
রংতুলি আর আলোর নাচন।
3 thoughts on “আলোর নাচ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
খুব সুন্দর কবি দা
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। স্বাগতম।
মনোমুগ্ধকর , অনাবিল শুভকামনা সর্বক্ষণ।