যতই অস্বীকার করি
মৃত্যু ওঁত পেতে থাকে
শাখায় প্রশাখায়
নিবিড় আমাজনে চিতার
নিঃশব্দ থাবায়।
যতই ভেবে নিই
মৃত্যুর কথা ভেবে হাতে গোনা
সময় হারাব না আর
তবুও সে আসে চুপিসারে
স্বপ্নের গ্রীলঘেরা আধো অন্ধকারে।
কতবার মৃত্যুকে হারিয়েছি
সরাসরি দ্বন্দ্বযুদ্ধে
কতবার তাকে মেরেছি অমোঘ
তরবারির দ্রুততম আঘাতে
আশ্চর্য রক্তবীজ ফের বেঁচে যায়।
প্রত্যেক জরায়ু নিষিক্তকরণে
মৃত্যু বাসা বাঁধে
প্রত্যেক দুর্বল পলে
সে উঁকি দেয়
জীবনের অশক্ত জানালায়।
অসাধারণ কবি দা মৃত্যু বড়ই নিঠুর
যতই ভেবে নিই
মৃত্যুর কথা ভেবে হাতে গোনা
সময় হারাব না আর
তবুও সে আসে চুপিসারে
স্বপ্নের গ্রীলঘেরা আধো অন্ধকারে।
অনুপম ভাবনা ।