অমৃত কথা

অ্যাসিড জলে গা ধোয়ায় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে ঘুম
যার স্বভাব আকাশের তারা গোনা সাত কিংবা সতেরোয়
তাকে বেঁধে রাখা অতোটা সহজ নয় বাছা
যজ্ঞ শেষে আমাদের তৃষ্ণা বেড়ে যায়
দুপুর বেলায় যারা দিত ভাতঘুম তারা এখন
মৃত্যুকে আংশিক মেনে নিয়ে উর্বরতার চাষ করে
মুছে যায় না খুব সহজে জলের দাগ
মীন স্বভাব যাদের তারা কি বুঝে
স্নিগ্ধ ঠোঁটের হাসিতে অমৃত জাগে।

2 thoughts on “অমৃত কথা

  1. মুছে যায় না খুব সহজে জলের দাগ
    মীন স্বভাব যাদের তারা কি বুঝে
    স্নিগ্ধ ঠোঁটের হাসিতে অমৃত জাগে। ____অসাধারণ উপমা প্রিয় কবি মি. ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।