সে দিন হয়তোবা অসময়ে
গাইছিলো ভুল পাখিটা,
যদিও শরতের জোছনা রাত ছিল
তবুও ছিল কালপুরুষ।
জানি না কার বিহনে
জেগে থাকে নীল মেঘ,
কোন স্রোতে যায় ভেসে
আনমনা গাংচিল।
.
সেদিনও সোনা ঝড়া রোদ ছিল,
ছিল রাতে বারবনিতার চুড়ি।
তোর সেই চিরচেনা
শহুরে রাস্তায় ছিল
সারাদিন অলস ট্রাফিক।
.
ছিল কুকুর ডাস্টবিনের ধারে,
ছিল ছিন্নমূল শিশু
মানবিকতার আস্তাকুরে ……
4 thoughts on “যাপিত জীবন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ ভাবনা কবি দা
বেশ ভাবনাময় কবি দা
অনবদ্য লিখনি কবি
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. রোমেল আজিজ। শুভ কামনা।