নোটিশ

`রাত ১২ টার আগে চাঁদের আলোয় বসা নিষেধ’
নোটিশ বোর্ড টাঙিয়ে
তিনি গেছেন হাওয়া খেতে ফাঁকা মাঠে
মাঠে কোন হাওয়া নেই
নোটিশ বোর্ডে ঢেকে গেছে চাঁদের আলো
বিচূর্ণ অন্ধকার – ঢাকছে মানুষের মুখ
তিনি বিবর্ণ মুখে ফিরে এসে দেখেন
নোটিশ বোর্ডে কোন লেখা নেই
শুধু চাঁদের আলো, আলো, আলো এবং আলো।

3 thoughts on “নোটিশ

মন্তব্য প্রধান বন্ধ আছে।