অনুভব

158815

পূবের আকাশ ধীরে ধীরে সোনালী হচ্ছে,
আর এই দেহে নেমে আসছে –
মৃত্যুর শীতল অনুভব।
ভাসছে চোখে
শৈশবের সেই চিরচেনা গ্রাম…
নীড় ছেড়ে ঐ যে উড়ছে আকাশে
সদ্য ঘুম ভাঙা পাখিরা
সকালের এই রাঙা আলোয়।

গ্রীষ্মের ভর দুপুরে
যখন চলতাম একা,
সেই সময়ে পুকুর দেখলেই
থমকে দাঁড়াতাম আমি।
জলে পা ডুবিয়ে দেখতাম
অস্পষ্ট জলছবি।

পাখির গান শুনে শুধুই ভাবতাম তখন,
অলস দুপুর গুলোতে গাছের ডালে বসে
মিষ্টি সুরে কীভাবে গান গায় নিঃসঙ্গতার ?
বৃষ্টির দিনে কতোই না স্কুল পালাতাম,
শীল কুড়াবো বলে। 

কত দিন যে আমি –
প্রাচীন বৃক্ষ দেখি না,
ছুঁই না বৃষ্টির জল,
শুনি না পাখির কলকতান !
হারিয়ে গেছে সবই আজ
গড়ে উঠা কাক সভ্যতায়।

গ্রাস করেছে নিষ্ঠুর সভ্যতা
এই শহরটাকে তোর মত করে,
যেভাবে ছুঁড়ে ফেলেছিস তুই
একটা জীবনকে শূণ্য করে
সময়ের আস্তাকুঁড়ে।

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

2 thoughts on “অনুভব

মন্তব্য প্রধান বন্ধ আছে।