অতঃপর মেঘ গুলো
জল হয়ে গেলো;
ভিজিয়ে দিল-
ওই দূরের পাহাড়,
নীল শাড়ির আঁচল
আর তোর এলো চুল।
আড়াল থেকে তোকে দেখে,
হতাশ এই আমি ভাবছিলাম-
যদি হতে পারতাম,
‘ঐ মেঘের জল !’
অতঃপর মেঘ গুলো
জল হয়ে গেলো;
ভিজিয়ে দিল-
ওই দূরের পাহাড়,
নীল শাড়ির আঁচল
আর তোর এলো চুল।
আড়াল থেকে তোকে দেখে,
হতাশ এই আমি ভাবছিলাম-
যদি হতে পারতাম,
‘ঐ মেঘের জল !’
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নয়নাভিরাম প্রকাশ ।
চমৎকার কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি মি. রোমেল আজিজ।
অল্পকথায় চমৎকার কবি দা