একগুচ্ছ কবিতা

(১). ডাকহরকরা
কোথা থেকে একজোড়া চোখ উড়ে এসে বসলো
তারপর থেকেই শুরু আলোর খ্যাপ
বিসর্গদিনে বাড়ছে দৈনিক খরচের হিসেব
দেখে যাও অনুপম কুয়োতলার ব্যাঙ এসে
নিচ্ছে ভালো মন্দের খবর।

(২). নায়িকা
নাভি জুড়ে তারাদের খেলা
ঘরময় ছড়িয়ে ছিড়িয়ে আলো
ফেলে দাও গত জন্মের নসিহত
ব্যক্তিগত দিনে একটা সন্ধ্যা মানে
একশো দিনের আয়ু।

(৩). মেকি
ঝুপ করে সন্ধ্যা নামলেই আমরা বেরিয়ে পড়ি
শালার চুতিয়া মার্কা সমাজ
অযৌন লালা নিয়ে ঘুরে
মুখে সবার বেশ্যাসুলভ হাসি।

(৪). চোখ
ভোগ করতে গেলে যোগী হতে হয়
নেড়েচেড়ে দেখি রহস্যের কাঠি
তীক্ষ্ণ চোখের আঁচে শিখে নিচ্ছি সমূহ কৌশল
সেই কবে নাগালের বাইরে চলে গেছে আস্পর্ধা।

(৫). পাখি
চুপ করে থাকা মানেই ধ্যান নয়
মিলছে না জমা – খরচের হিসেব
ওপাশে মৃত্যুগান কিশোরী মনে
পাখিরা অবুঝ শুধু উড়তেই জানে।

(৬). ভবিষ্যৎ
খাঁচার ভিতর কোন পাখি নেই
একটা আস্ত সন্ধ্যা বসে আছে।

(৭). বুদ্ধি
পাখিদের অভিশাপে এখন গাছ ভর্তি মানুষ
মানুষের পাপবোধের উদয় হবে কবে।

(৮). ঘুম
একরাত্রির ঘুম আত্মস্থ করার পর আর কোনদিন ঘুমোতে পারিনি।

(৯). গোপন কথা
হরিণ সম্পর্কিত আলোচনায় পর জানা গেল
কারো সংগ্রহে নেই মৃগনাভি।

(১০). বিজ্ঞাপন
শুকনো মৌসুমে এসে জানা গেল
একটা কাপড় কাচা সাবান বিক্রি হবে
ফিরতি ট্রেনে কিনে নেবো
কতোদিন হলো হাঁসগুলো গোসল করে না।

2 thoughts on “একগুচ্ছ কবিতা

  1. চোখ
    ভোগ করতে গেলে যোগী হতে হয়
    নেড়েচেড়ে দেখি রহস্যের কাঠি
    তীক্ষ্ণ চোখের আঁচে শিখে নিচ্ছি সমূহ কৌশল
    সেই কবে নাগালের বাইরে চলে গেছে আস্পর্ধা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।