সেইসব পুরনো স্মৃতি
সেইসব পুরনো দিনের গল্প
আমাদের মাঝে ভালোবাসা ছিলো তো শতভাগ;
প্রেম ছিল কি?
অল্প!
আজো যখনই তোর বাড়ির সামনে দিয়ে যাই
মনের অজান্তেই হাত চলে যায় মুঠোফোনে
সেই পুরনো নাম্বারটা টিপে যাই,
বেশির ভাগ সময় তোর মোবাইলটা বাজতে বাজতে দম ফুরিয়ে থেমে যায়
আমি বুঝে যাই খুব ঝামেলায় আছিস তুই,
কখনো সখনো তোর কণ্ঠস্বর ভেসে আসে মুঠোফোনের ওপাশ থেকে,
সব ভুলে আমরা আবার পুরনো দিনে ফিরে যাই
সেই পুরনোর সাথে নতুন কিছু গল্প,
প্রেম ছিলো কি আমাদের?
অল্প!
জানিস!
আজকাল প্রেম ভালোবাসা নিয়ে মাথা ঘামাই না,
কি হবে আর ভালোবাসাবাসি ভেবে?
গোপন অনুভূতিগুলো থাকুক না কিছু মনে;
যখন ঝুমঝুমান্তি বৃষ্টি হবে
যখন কাঠফাটা রোদ উঠবে
যখন উথালপাথাল জ্যোৎস্না হবে
কিংবা যখন খুব কষ্টে তোর কান্না পাবে
মুঠোফোনে পুরনো নাম্বারটায় ডায়াল করিস,
কিছুক্ষণ না হয় হারিয়ে যাব আমরা নতুনের সাথে পুরনো দিনের গল্পে
দেখিস, কষ্টগুলো ঠিক উড়ে যাবে পুরনো অনুভবে অল্পে;
তোর কথা মনে হলেই
আজো মনে পড়ে যায় পুরনো দিনের গল্প,
আমাদের মাঝে ভালোবাসা এখনো তো শতভাগ;
প্রেম আছে কি?
অল্প!
থাকুক না কিছু কথা অজানা।
কিছুক্ষণ না হয় হারিয়ে যাব আমরা নতুনের সাথে পুরনো দিনের গল্পে …
দেখিস, কষ্টগুলো ঠিক উড়ে যাবে পুরনো অনুভবে অল্পে; থাকুক না কিছু কথা অজানা।
আপনার প্রত্যেকটি কবিতাই আমার ভালো লাগে কবি যাযাবর ভাই।
সব ভুলে আমরা আবার পুরনো দিনে ফিরে যাই
সেই পুরনোর সাথে নতুন কিছু গল্প,
প্রেম ছিলো কি আমাদের?
অল্প!