কবি-র বাড়ী

দিনটি ছিলো শুক্র বার
অফিস ছিলো বন্ধ,
বন্ধু বল্ল-চল কবি,র বাড়ী ?
বলিসনি তো মন্দ !
//
গিয়ে দেখি-একি অবস্থা
কবি লিখছে কবিতা,
স্টার জলসা দেখছে টিভিতে
তার স্ত্রী ববিতা।
//
ছেলেটা পড়ার টেবলে এ
করছে লেখা পড়া,
মেয়েটা তুতা পাখির মতো
মুখস্ত করছে ছড়া।
//
এ যেন ছোট পৃথিবীর
সুখ-শান্তির নীড়,
আমরা দু,জন এখানে এসে
করিলাম শুধু ভীড়।
//
অনেক ক্ষণ পর কবি,র
ধ্যাণ টুকু ভাঙ্গিল,
আমাদের কে দেখে কবি
হঠাৎ চমকে উঠিল ?
//
খাওয়া দাওয়া করিলাম মোরা
একে বারেই অল্প,
সারা দিন আড্ডায় থেকে
করিলাম অনেক গল্প।
//
সন্ধার পরে-বিদায় নিয়ে
নিজ বাড়ীতে আসি,
সেই থেকে কবি পরিবারকে
আজোও অনেক ভালবাসি।

_________________
মনিরুজ্জামান মনির
বিষ্ণুরামপুর-বাঞ্ছারাম পুর
বি-বাড়ীয়া-৩৪১৮
তাং ৩০/০৪/২০১৯ইং

4 thoughts on “কবি-র বাড়ী

  1. কথা সাহিত্যে যাপিত জীবনের গল্প উপহার দিয়েছেন কবি মনিরুজ্জামান মনির। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  অত্যন্ত চমৎকার ভাবে সাজানো  লেখাটি । 

  3. বেশ ছড়া মজাই লাগল কবি ছড়াকার দা

  4. মজা পেলাম! চলুক মজার মজার ছন্দ কবিতা। সাথে চলুক নিজের কিছু স্মৃতিকথা। 

    শুভকামনা থাকলো দাদা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।