কবিতার কথা আর কাকে বলি

কবিতার কথা আর কাকে বলি

কবিতার কথা আর কাকে বলি…..
সবাই মুখ লুকিয়ে নেয় দ্বিপান্তর;
যতোটা প্রকাশক, ঠিক ততোটাই ঘাতক পাঠকের অন্তর!
তবুও আমি সস্তা ভালোবাসার লোভে শব্দদাহ করি
চেরাপুঞ্জি থেকে ঘাড়ধরা করে নিয়ে আসি
অসুর্যস্পর্শা রমণীর মতোন কিছু সুডৌল বাক্য; কী হয় তাতে?
কবিতা আমাকে যন্ত্রণা দেয়, মন্ত্রণা দেয়
পোড়ায় লক্ষীন্দরের বাসর
আমি কি পাঠকের অন্তর, কিঞ্চিৎ দিতে পেরেছি মন্তর?
পারিনি।
ডুমুর শাখায় বসে থাকা, নাম-গোত্রহীন পাখিটির মতো আমিও এখন নির্জীব একা।
পাশ ঘেঁষে রাজকীয় কাকেদের মতো কতোজন হেঁটে যায়
কতো কতো পাখি খুঁজে নেয় সুখের আবাসন
আকাশ থেকে খসে পড়ে চটকদার কিছু বিজ্ঞাপন
সবাই জানে আমিও তাদের মতো কবি হতে চাই…..
আমিও হতে চাই অধুনা তাঁতকলের মাকুর
অথবা
একটি প্রভুভক্ত শিকারি কুকুর!!!

4 thoughts on “কবিতার কথা আর কাকে বলি

  1. এককথায় সুন্দর। অনেক কথায় সুন্দর। সর্বোপরি সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. কৃতজ্ঞতা অফুরান ভাইয়া।

  2. ভাল লেখা। শুভেচ্ছা নিন কবি দা।

    1. শুভেচ্ছা কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।