জল আলাপ

জল আলাপ

– জেগেছে?
: কী?
– ঘুম!
: হুম।
– তাহলে চলো।
: কোথায়?
– ঘাসফুলের বিছানায়!
: কতোকাল?
– অনন্তকাল!

: বড্ড ভয় করে যে!
– দ্যাখো, সাক্ষী রূপোলি চাঁদ, ভেসে বেড়ানো মেঘেদের পালকি, দলবেঁধে কতো জোনাকির খে…..
: বেশ হয়েছে! আর পটাতে হবে না!
– তাহলে ভাসাও, যে জলের কোন কিনার নেই।
: আজ আমি-ই জল!

মৃধা মোহাম্মাদ বেলাল সম্পর্কে

মৃধা মোহাম্মাদ বেলাল তরুণ লেখক ও কবি। জন্ম ১৯৯৬ সালে ৫ই জুন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। পিতা- ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক মৃধা, মাতা- গৃহিণী হোসনেয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। লেখালেখির অভ্যাস নবম শ্রেণি থেকে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, কলাম ও ফিচার। তার লেখায় ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, নাগরিক অধিকারের বহু মাত্রিক দিক এবং প্রেম-বিরহ-প্রণয়। বর্তমানে তিনি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

8 thoughts on “জল আলাপ

মন্তব্য প্রধান বন্ধ আছে।