নতুন মগের মুলুক

ব্যাঙের সর্দি জ্বর লেগেছে
হনুমানের স্বপ্ন দোষ,
পরকীয়া বৈধ শুনে
মাথায় উঠল অণ্ডকোষ।

চুষতে মধু পরের চাকের
লাগে ভীষণ মজা,
আমার পুরো মৌচাক নিয়ে
ভাগে যখন ভজা।

ছি ছি করে লোকে তখন
লাগে হট্টগোল,
বিয়ের আগে পোলাপানে
ভরল দেবীর কোল।

এইনা খুশীর খবর শুনে
গ্যাদার নতুন বউ,
দিন দুপুরে আম বাগানে
রোজই তোলে লাউ।

মালতি দির দুয়ার খোলা
সব দাদারাই ঢোকে,
আইন ভঙ্গ হবে বলে
নীরব পাড়ার লোকে।

বৌমা উধাও রাত দুপুরে
ভার শাশুড়ির মুখ,
ভাগ্নে নিয়ে মামী ঘুমায়
আজব মগের মুলুক।

6 thoughts on “নতুন মগের মুলুক

  1. নতুন সব মগের মুল্লুকের সময় তাহলে চলেই এলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif
    শব্দনীড়ে স্বাগতম মি. নূর ইমাম শেখ বাবু। ধন্যবাদ।  :yes:

    1. অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই। ভাল থাকুন সর্বক্ষণ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  2. হু চমৎকার প্রকাশ করেছেন প্রিয় কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।