ব্লগবুক অণুলিখন ১৩

নিত্য যা বলি তা যদি কলম আর কাগজের মাঝখানটায় …
ফেলে ভাঁজ করে ফেলি; দেখি জীবনের প্রতিটি গল্পই হয় গদ্য।

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

18 thoughts on “ব্লগবুক অণুলিখন ১৩

  1. “নিত্য যা বলি তা যদি কলম আর কাগজের মাঝখানটায় ফেলে ভাঁজ করে ফেলি; দেখি জীবনের প্রতিটি গল্পই হয় গদ্য।“
    সঠিক বলেছেন স্যার। শুভেচ্ছা অপার…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. নিশ্চয়ই। প্রতিটি মানবের প্রতিটি দিনই একেকটি গল্প। সন্দেহ নেই।

  2. এক জীবনের প্রতিটি মূহুর্তই একটি গল্প।
    মানুষ যা ভাবে তার ১০ ভাগের এক ভাগও বলতে পারে না আবার যা বলে তার ১০ ভাগের ১ ভাগও লিখতে পারে না।

    1. এক জীবনের প্রতিটি মুহূর্তই একটি গল্প। সতত শুভেচ্ছা প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. কি চমৎকার সমন্বয় ছবি আর লেখায়। সবাই পারে না, কেউ কেউ পারে এভাবে প্রকাশ করতে। লাইনগুলো অনেকদিন মনে থাকবে। সালাম জানবেন শ্রদ্ধেয়।

    1. আপনি সচরাচর দারুণ ভাবে কথা বলেন। এই গুণটি আমার যথেষ্ঠ পছন্দের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. কে তুমি আসিছ সুতানালী সাপ
    আমি তো ভেংগেচুড়ে নাগিন এক
    রাখবো তোমার হাতের কোনায়
    আমার আকুলতার ছাপ —

    শুভেচ্ছা জানবেন ।
    আপনার এই অনুকবিতা আমাকে পদ্যকার বানিয়ে দিচ্ছে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. হাহাহা। পদ্যাকার তো আপনি আগে থেকেই আপা। বিচ্ছুরণ ঘটলো মাত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।