নিত্য যা বলি তা যদি কলম আর কাগজের মাঝখানটায় …
ফেলে ভাঁজ করে ফেলি; দেখি জীবনের প্রতিটি গল্পই হয় গদ্য।
.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
নিত্য যা বলি তা যদি কলম আর কাগজের মাঝখানটায় …
ফেলে ভাঁজ করে ফেলি; দেখি জীবনের প্রতিটি গল্পই হয় গদ্য।
.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেক ভাবনাময় গদ্য
শুভেচ্ছা নিবেন———
আপনাকেও শুভেচ্ছা প্রিয় কবি আলমগীর সরকার লিটন।
“নিত্য যা বলি তা যদি কলম আর কাগজের মাঝখানটায় ফেলে ভাঁজ করে ফেলি; দেখি জীবনের প্রতিটি গল্পই হয় গদ্য।“
সঠিক বলেছেন স্যার। শুভেচ্ছা অপার…
ধন্যবাদ মি. রশিদ। সহমতে খুশি হলাম।
জীবনের প্রতিটি গল্পই গদ্য!! অসাধারণ ভাইয়া।

শুভেচ্ছা সহ ধন্যবাদ মি. মামুন।
দারুণ বলেছেন ভাইজান।
ধন্যবাদ কবি মোঃ সাহারাজ হোসেন।
প্রতিটি মানবের প্রতিটি দিনই একেকটি গল্প….তাই নয় কি?
নিশ্চয়ই। প্রতিটি মানবের প্রতিটি দিনই একেকটি গল্প। সন্দেহ নেই।
এক জীবনের প্রতিটি মূহুর্তই একটি গল্প।
মানুষ যা ভাবে তার ১০ ভাগের এক ভাগও বলতে পারে না আবার যা বলে তার ১০ ভাগের ১ ভাগও লিখতে পারে না।
এক জীবনের প্রতিটি মুহূর্তই একটি গল্প। সতত শুভেচ্ছা প্রিয় বন্ধু।
ছবিটা বেশ ভাল লেগেছে।
ভাল থাকুন মুরব্বী।
ধন্যবাদ প্রিয় শব্দশিল্পী।
কি চমৎকার সমন্বয় ছবি আর লেখায়। সবাই পারে না, কেউ কেউ পারে এভাবে প্রকাশ করতে। লাইনগুলো অনেকদিন মনে থাকবে। সালাম জানবেন শ্রদ্ধেয়।
আপনি সচরাচর দারুণ ভাবে কথা বলেন। এই গুণটি আমার যথেষ্ঠ পছন্দের।
কে তুমি আসিছ সুতানালী সাপ
আমি তো ভেংগেচুড়ে নাগিন এক
রাখবো তোমার হাতের কোনায়
আমার আকুলতার ছাপ —
শুভেচ্ছা জানবেন ।
আপনার এই অনুকবিতা আমাকে পদ্যকার বানিয়ে দিচ্ছে
হাহাহা। পদ্যাকার তো আপনি আগে থেকেই আপা। বিচ্ছুরণ ঘটলো মাত্র।