ব্লগবুক অণুলিখন ১৮

‘যারে যেই ভাষে প্রভু করিল সৃজন. সেই ভাষ হয় তার অমূল্য রতন।’

ষোড়শ শতকের কবি সৈয়দ সুলতানের বহুল এই পঙক্তির প্রাসঙ্গিকতা আজও কমেনি। বিশ্বায়নের প্রবল তোড়ে দীনজনের মাতৃভাষা যখন হারিয়ে যাচ্ছে, তখনও বোধকরি এর বেগ আরও তোড় বেড়েছে। আমাদের আবেগের মূলধারা সতত এই যান্ত্রিকতায়ও খুব বেশী ক্ষতি করেনি।

.
.
.
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

18 thoughts on “ব্লগবুক অণুলিখন ১৮

  1. বাস্তবতা হল বাংলাভাষা ব্যবহার দিনে দিনে সংকুচিত থেকে সংকুচিততর হচ্ছে। আদালতে অফিসে ব্যাবসায়ে বাণিজ্যে বিয়ে শাদী উৎসবে কোথাও আর বাংলাভাষা নাই। বাংলা নাই আর পাঠ্যপুস্তকেও।

  2. নৈস্বর্গিক দৃশ্য!
    সরকারি অফিস আদালতে বাংলা রিতিমত চালু হয়ে গেছে এটা একটা আনন্দের ব্যাপার কিন্তু সরকার এই ব্যবস্থা বেসরকারি পর্যায়ে বাধ্যতামূলক করছে না কেন বুঝি না।
    আমার আশেপাশে অনেকককেই বলতে শুনি আমি বাংলা পড়তে বা লিখতে পারি না। অনেক বেসরকারি অফিসের কর্তারা ইংরেজিতে নথিপত্র না লিখলে চাকরি থেকে বিদায় করে দেন কারণ তারা নিজেরা বাংলা পড়তে পারে না।
    হায়রে বাঙালি তোরা কবে বাঙালি হবি? তবে কি বাংলার জন্য আবার যুদ্ধ করতে হবে?

    1. বাঙালি তোরা কবে বাঙালি হবি? বাংলার জন্য আবার যুদ্ধ করতে হবে?
      __ নির্মেদ সত্য প্রশ্ন। জাতির দুর্ভাগ্য জাতির আশা পূরণ হয় নি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  3. খুব সত্যি। বিশ্বায়নের এই যুগে আমাদের নিজের ভাষার প্রতি আরো দরদী হতে শেখায়। বাংলা ভাষার আবেদন ছড়িয়ে পড়েছে বিশ্বব্যপী।
    অনুলিখনের জন্য শুভেচ্ছা। সালাম মুরুব্বী।

    1. বিশ্বায়নের এই যুগে আমাদের নিজ ভাষার প্রতি আরো দরদী হতে হবে।
      বিনম্র সালাম প্রিয় আপা। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. বিশ্বায়নের প্রবল তোড়ে দীনজনের মাতৃভাষা যখন হারিয়ে যাচ্ছে, তখনও বোধকরি এর বেগ আরও তোড় বেড়েছে। আমাদের আবেগের মূলধারা সতত এই যান্ত্রিকতায়ও খুব বেশী ক্ষতি করেনি।- সহমতে আছি।

    অণুলিখনে অনেক মুগ্ধতা
    ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. মুরুব্বী`র অণুলিখন— এ হঠাৎ বৃষ্টি! অবশ্য যেখানে অন্ধকার সেখানে আলোই বিজয়ী।

    শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো সতত।

    1. ধন্যবাদ মি. রশিদ। খুবই ভালো লাগছে আপনাকে দেখে।
      কেননা কয়েকদিন থেকে লক্ষ্য করছিলাম আপনি আপসেট ছিলেন। :)

      এভাবে পাশে থাকুন। কারণ এই প্লাটফর্ম ব্যক্তিবিশেষের নয়; আমাদের সবার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. ‘যারে যেই ভাষে প্রভু করিল সৃজন. সেই ভাষ হয় তার অমূল্য রতন।’

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।