ব্লগবুক অণুলিখন ২১

ফিরিয়ে দাও ওদের মহারণ্য। অরণ্যেই স্বপ্ন ওদের
… স্বপ্নই যেথা অভিন্ন। স্বপ্ন ভেলা।

.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ। ph5

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

8 thoughts on “ব্লগবুক অণুলিখন ২১

  1. এত চমত্কার হয় আপনার ছবির ক্যাপসনগুলি যে আপনাকে ফুল দিতে মনে লয়। কোথা পাব আপনাকে, আচ্ছা এই দুনিয়া সর্বশ্রেষ্ঠ বিস্ময় ফালান্ত ফুল মানে যে ফুল ফালাচ্ছে মানে লাফাচ্ছে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. হুম… তবে তাই হোক; স্বপ্ন ভেলায় চড়ে হবো নিরুদ্দেশ।

    রেটিং এর ব্যাপারে বলে ফেলি, পাঁচ তারকা নয় হাজার তারকা অথবা গোটা একটি চাঁদ উৎসর্গ করতে মন চায়! কিন্তু… যে অপেরায় ইউজ করছি (মোবাইল, এন্ড্রয়েড নয় জাভা) তাতে সে ব্যবস্থা নেই অর্থাৎ রেটিং বাটন দৃশ্যমান কিন্তু ছোঁয়া যায় না। ইউ সি ব্রাউজার এ চেষ্টা যেতে পারে কিন্তু ঝামেলা হলো পোস্টের লেখাগুলো অদ্ভুত দেখায়।

    যাই হোক রেটিং করলাম না। কষ্ট নিয়েন না মুরুব্বী!

    যখন আসবে সুদিন
    হয়ে যাব আমিও রঙিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

    1. স্বাভাবিক ভাবে শৈশব মনে পড়বেই শ্রদ্ধেয় নীল সঞ্চিতা। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।