ফিরিয়ে দাও ওদের মহারণ্য। অরণ্যেই স্বপ্ন ওদের
… স্বপ্নই যেথা অভিন্ন। স্বপ্ন ভেলা।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
ফিরিয়ে দাও ওদের মহারণ্য। অরণ্যেই স্বপ্ন ওদের
… স্বপ্নই যেথা অভিন্ন। স্বপ্ন ভেলা।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এত চমত্কার হয় আপনার ছবির ক্যাপসনগুলি যে আপনাকে ফুল দিতে মনে লয়। কোথা পাব আপনাকে, আচ্ছা এই দুনিয়া সর্বশ্রেষ্ঠ বিস্ময় ফালান্ত ফুল মানে যে ফুল ফালাচ্ছে মানে লাফাচ্ছে।
ু
হাহাহা মালেক সাব।
বিষ্ময়কর ফুলে বিস্মিত ভালোবাসা। 
হুম… তবে তাই হোক; স্বপ্ন ভেলায় চড়ে হবো নিরুদ্দেশ।
রেটিং এর ব্যাপারে বলে ফেলি, পাঁচ তারকা নয় হাজার তারকা অথবা গোটা একটি চাঁদ উৎসর্গ করতে মন চায়! কিন্তু… যে অপেরায় ইউজ করছি (মোবাইল, এন্ড্রয়েড নয় জাভা) তাতে সে ব্যবস্থা নেই অর্থাৎ রেটিং বাটন দৃশ্যমান কিন্তু ছোঁয়া যায় না। ইউ সি ব্রাউজার এ চেষ্টা যেতে পারে কিন্তু ঝামেলা হলো পোস্টের লেখাগুলো অদ্ভুত দেখায়।
যাই হোক রেটিং করলাম না। কষ্ট নিয়েন না মুরুব্বী!
যখন আসবে সুদিন
হয়ে যাব আমিও রঙিন।
ওকে মি. রশিদ। ডোন্ট উয়োরী। আমি অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।
ছবি দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল।
স্বাভাবিক ভাবে শৈশব মনে পড়বেই শ্রদ্ধেয় নীল সঞ্চিতা। ধন্যবাদ।
আমিও পথিক গাই পথিকের গান
অরন্যে হারিয়ে গেছে আমার প্রাণ।।
দারুণ বন্ধু দারুণ।