একটা পোষ্ট = একটা দায়িত্ব

we-are-all-one-eelssej

আমরা যারা নিয়মিত কিংবা অনিয়মিত লিখি
প্রবীন হই কিংবা আধা প্রবীণ হই –
আমরা আমাদের নিয়ে থাকি সর্বদা ব্যস্ত।
নবীন ব্লগারদের লিখা চোখে পরলেও সযত্নে এড়িয়ে যাই।
আমরা কি ঠিক কাজটি করছি?

আমরা অবশ্যই যেমন সুস্থ্য আলোচনা চাইবো বা আশা করবো,
তেমনি ভুল বা দৃষ্টিনিন্দিত হলেও তা প্রকাশ করবো।
এবং সেটাই উচিত করণীয়।
নইলে লিখক তাঁর লিখার মানের অবস্থান নিয়ে শন্কায় থাকতে বাধ্য।

মন্তব্য।
লিখক মাত্রই সেটার আশা কিংবা অপেক্ষা করেন।

ইদানীং ব্লগে নাম মাত্র কয়েকজন ছাড়া
প্রত্যেকেই আমরা ঝাড়া গদবাঁধা ছোট্ট স্তুতি মন্তব্য সাজিয়ে পালাই।
যেন নিরবে সরব উপস্থিতি জানিয়ে যাই,
আমার একটা লিখা আছে – দয়া করে পড়বেন।
যেন বিকিকিনির ঘরে ক্রেতাকে জানাই নিমন্ত্রন।
(বিনয়ের সংগে বলছি, আমার মতের সাথে অন্যের দ্বিমত থাকলে থাকতেও পারে)
ফিরেও আর সেই ফেলে আসা ব্লগটিতে খুব কম জনেই ফেরেন।
এমনকি নতুন ব্লগার বন্ধুদের ঘরে ঢুকতেও আমাদের দ্বিধা কাজ করে প্রচুর।
অথচ আমাদের অন্তঃপ্রাণ চেষ্টাই বলুন আর উত্তরসুরীই বলুন
তা কিন্তু তাঁরাই।

যে কোন লিখা ছাপার অক্ষরে এলে- লিখকেরও একটা দায় বর্তে যায়,
জবাব দিন” শব্দটার কাছে।
লিখককে তড়িৎ না হলেও ভেবে সুস্থির হয়ে একটা উত্তর সাজাতে হয়।
হোক তা সৌজন্য কিংবা ব্যাখ্যা।
আমি মনে করি ‘একটা পোষ্ট = একটা বিশাল দায়িত্ব’।

আমরা যেন অন্যকে ফাঁকি দিয়ে
আগামীতে নিজের বা নিজেদের শূন্যের মধ্যে ফেলে না দিই –
শ্রদ্ধা দিয়ে সবাইকে উৎসাহ দেয়ার নামই হলো
শুভ ব্লগিং।

mad-men-silouhette-e1274462078328

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter