কবে দেখেছি ফুল মনে নেই
কবে শুনেছি গান ভুলে গেছি
মনের ভেতরে এখনও ভাসে
মতিহার। সবুজ ঘাসের ডগায়
চোখ রেখে কেটেছে সময়।
ধীর পায়ে নেমেছে সন্ধ্যা
আঁধারে পেয়েছে অন্যের শরীর।
এখন সকাল হয় সময় ঘোড়দৌড়ে
দ্রুত আসে রাত। স্বপ্নে আলোকিত
হয় না প্রহর প্রলম্বিত। মাঝে মাঝে
ভুলে যাই কবে শেষ দেখেছি স্বরূপে
তোমায়, সেই লাল সবুজের মেলায়
চতুর্দোলায় ঘূর্ণায়মান বিস্মৃতির অন্তঃ
খুঁজে ফিরি আমি আমার স্বাধীনতা।