ব্লগবুক অণুলিখন ৫৫

ঘুমন্ত মানুষ শিশুর মতো পাপহীন জ্যোতির্ময়;
দেহ সটান চোখ বুঁজে থাকা কারো ঘুম-মুখ দেখলে আশাহত হই না।

স্বপ্নঘেরা উচ্ছল স্বপ্নবাজদের আদলের প্রচ্ছায়ায় আশাবাদী হই
এখানে আমাদের স্বপ্নডোর … ভালোবাসার বিজলি চমক।
বেঁচে থাকার শর্তহীন বীজমন্ত্র।
জীবন !! সে তো একটাই।

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

12 thoughts on “ব্লগবুক অণুলিখন ৫৫

  1. “জীবন !! সে তো একটাই।” বড় সত্য উচ্চারণ মুরুব্বী।

    1. এই সত্য উচ্চারণের বাইরে বিকল্প কোন সত্য আমার জানা নেই প্রিয় কবি।
      পোস্টে অনুপ্রাণিত করায় ধন্যবাদ আপনাকে।

    1. ধন্যবাদ প্রিয় কবি দীপঙ্কর বেরা। শুভেচ্ছা জানবেন।

  2. ঘুমন্ত মানুষ নিয়ে যে দর্শন দিয়েছেন, তা অভিনব। এইভাবে আগে কখনো চিন্তা করিনি। তবে এইটা ঠিক ঘুমন্ত মানুষ দেখলে মায়া লাগে।

    সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা
    আশা তার একমাত্র ভেলা।

    1. স্যারের মন্তব্যে অনুপ্রাণিত হই। বিশ্লেষণে মুগ্ধ হই। শুভেচ্ছা ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আমরা আশাহত হই কেবল মাত্র জাগ্রত মানুষদের কাছ থেকে। ঘুমন্ত মানুষ নিরাপদ, শিশুর মতো পাপহীন জ্যোতির্ময়! ভীষণ ভালো লাগলো স্যার !

    1. অসংখ্য ধন্যবাদ মি. আনিসুর রহমান। জ্যোতির্ময় হোক জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  4. ঘুমিয়েই আছে সারা জগৎ,
    যদিও কাজ জমছে বহুৎ!
    জেগে উঠার সময় এখন,
    জলদি খোলুক সবার নয়ন!!

    1. স্বাগতম মি. কাহাফ। অনেকদিন পর আপনাকে দেখলাম। দারুণ উক্তি। :)

  5. এই সভ্যতা বহুকালব্যাপী ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে আমাদের বিবেক বুদ্ধি ও। নিষ্পাপ নিথর ছোট শিশুদের মত হয়েই যেনো ঘুম ভেঙে জেগে উঠে এই সভ্যতা সেই কামনাই করি প্রিয় শ্রদ্ধেয় মুরুব্বী।

    1. সভ্যতা জেগে থাক এই প্রত্যাশা সর্ব সময়ের। ধন্যবাদ মি. আদেল পারভেজ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।