ব্লগবুক অণুলিখন ৬৯

শ্রম শ্রমিক আর শ্রমবাজারের সম্পূরকে পুরো তিন অধ্যায় …
কেউ অথবা কোনটাই কম মূল্যবান নয়। সচল জীবন পরজীবি।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

12 thoughts on “ব্লগবুক অণুলিখন ৬৯

  1. বাস্তবতা বড়ই নিঠুর স্বার্থছাড়া ছাড়া রে না পিচু

    অনেক শুভেচ্ছা রইল মুরুব্বী দা——–https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. শব্দনীড় আমার অনেক প্রিয় প্লাটফরম। কিন্তু আজকাল সেই আগের মতো চাঞ্চল্য যেন নেই। সকলের অংশগ্রহণ চাই।

    1. জানামতে অবশিষ্ট বেঁচে থাকা প্রায় সব ব্লগেরই একই অবস্থা মাহবুব ভাই। ব্লগের প্রাণ হচ্ছে ব্লগার। আজকাল আমাদের রিঅ্যাক্ট ক্ষমতার পাশাপাশি আবেগের সময়েও ঘাটতি পরে গেছে। বিরাট তাড়াহুড়ো। সবাই ছুটছি যে যত দ্রুত পারে। :)

    1. শুভেচ্ছা আপনার জন্যও মি. আমির ইশতিয়াক। জানবো ভালো ছিলেন। :)

    1. সঠিক মন্তব্য প্রিয় বন্ধু। ভালোবাসা ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।