ব্লগবুক অণুলিখন ৭০

ঋতু বিনিদ্র প্রহর যেন দূর্বাঘাসে ছড়ানো এই মলিন ধুলো-চাদর …
এসো জলকণায় অন্তর-শ্বাসে; পুরোনো সেই নিঃসঙ্গ আদর। তুমি বৃষ্টি।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

15 thoughts on “ব্লগবুক অণুলিখন ৭০

  1. পরম নির্ভরতা আর পরম নিশ্চিন্তে আপনার অণুলিখন পড়ি বন্ধু। সুন্দর হয়। শুভেচ্ছা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. খুশি হলাম প্রিয় শব্দ বন্ধু রিয়া রিয়া। ধন্যবাদ এবং শুভরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. নিঃশেষ শুভকামনা প্রিয় মাহবুব ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দারুণ দারুণ 

    দারুণ লেখা 

    1. ধন্যবাদ প্রিয় কবি। অনেক খুশি হলাম। :)

  3. সুন্দর ভাবনা

    অনেক শুভ কামনা রইল মুরুব্বী দা———-https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনার জন্যও অনেক শুভকামনা প্রিয় বাউল কবি মি. সরকার। :)

  4. আপনার অণুলিখনগুলো ভালো লাগে

    1. অশেষ কৃতজ্ঞতা মি. মোকসেদুল ইসলাম। শুভসন্ধ্যা। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. অসাধারণ সুন্দর ছবি গুলি আপনার অনুলিখন গুলিকে বহুমাত্রিক অর্থময়তা দান করে। আমি মুগ্ধ হই বুঝে, না বুঝেও !!!

    1. বহুদিন বহুকাল পর যেন আপনার হৃদয়ের আঁচ আমার পোস্টে পড়লো স্যার। নিরন্তর ভালোবাসা শুভেচ্ছা রাখি আপনার জন্য। যেখানেই থাকুন; ভালো থাকবেন। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। সময় করে নিয়মিত হয়ে যান শব্দনীড় এ। :) 

    1. ধন্যবাদ কবি মোহাম্মদ আয়নাল হক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।