স্বপ্ন লালন করি আবার আসবো ভেবে ধরে রাখি মস্তিস্কের একতারা …
আকাশ আঁধারের স্বপ্ন খেলায় আধোছায়া আলোর দুয়ারী; তুচ্ছ সব বেলা।
আপনার পোস্টের ডান কলামে ফেসবুক লোগোতে ক্লিক করুন। ছড়িয়ে যাক বন্ধু আত্মীয়ের মাঝে আপনার সকল সৃষ্টি বা ভালোলাগা লিখা সমূহ। শব্দনীড় আপনার।
মস্তিস্কের একতারা, আধোছায়া আলোর দুয়ারী কিংবা আকাশ আঁধারের স্বপ্ন খেলা- শব্দের সাথে শব্দের এই অর্থবোধক অনুভূতির মিলনমেলা উপভোগ করলাম ভাইয়া!
শুভেচ্ছা… ভালোবাসা… নিরন্তর…


প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ মি. মামুন। খুশি হলাম।
স্বল্প বাক্য ও একটি মাত্র ছবি দিয়ে বিষয় ভিত্তিক অবস্থা বুঝাতে আপনার অবস্থান শীর্ষে।
অতিমূল্যায়ন হলো বোধকরি মি.সাইদুর রহমান১।
ধন্যবাদ। এফবিতে পোস্ট শেয়ার করার উদ্দেশ্য নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। পাশে থাকবেন।
সাথেই থাকবো, আশা করি সহযোগীতা এই অধমকে সমৃদ্ধ করবে।
ধন্যবাদ স্যার।
হ্যাঁ বন্ধু, অণুলেখা বা সিম্বলিক এমন ছোট ছোট কথায় বিশাল ব্যাপ্তীর যে লিখন আপনার হাতে আসে; কিভাবে সম্ভব সেটাই আমি ভাবি। অসাধারণ লাগে।
নিজেকে জাহির নয়; শ্রেফ ছোট্ট কন্ট্রিবিউশনে সবার কাতারে থাকা। এর বেশী না।
ছোট্ট দুটি লাইন অথচ ভাবনার গভীর জগতে নিয়ে যায়। চমৎকার লাগে। যে লেখা পাঠককে ভাবিয়ে তোলে সে লেখাতেই প্রকৃত স্বার্থকতা আমি মনে করি।
এটা গেলো অণুলিখন-৭৬। ৫০০ না হওয়া পর্যন্ত না থামার অনুরোধ রইলো।



দারুণ লাইন দুটি। অনেক ভালো লাগা রইলো।
ভাল লাগলো খুব ।অল্প শব্দে এতোখানি ধরা,সত্যি খুব কঠিন কাজ ।
অভিনন্দন ।