ব্লগবুক অণুলিখন ৭৬

স্বপ্ন লালন করি আবার আসবো ভেবে ধরে রাখি মস্তিস্কের একতারা …
আকাশ আঁধারের স্বপ্ন খেলায় আধোছায়া আলোর দুয়ারী; তুচ্ছ সব বেলা।


আপনার পোস্টের ডান কলামে ফেসবুক লোগোতে ক্লিক করুন। ছড়িয়ে যাক বন্ধু আত্মীয়ের মাঝে আপনার সকল সৃষ্টি বা ভালোলাগা লিখা সমূহ। শব্দনীড় আপনার।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

12 thoughts on “ব্লগবুক অণুলিখন ৭৬

  1. মস্তিস্কের একতারা, আধোছায়া আলোর দুয়ারী কিংবা আকাশ আঁধারের স্বপ্ন খেলা- শব্দের সাথে শব্দের এই অর্থবোধক অনুভূতির মিলনমেলা উপভোগ করলাম ভাইয়া!

    শুভেচ্ছা… ভালোবাসা… নিরন্তর…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ মি. মামুন। খুশি হলাম। :)

    1. অতিমূল্যায়ন হলো বোধকরি মি.সাইদুর রহমান১। :) ধন্যবাদ। এফবিতে পোস্ট শেয়ার করার উদ্দেশ্য নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। পাশে থাকবেন।

  2. হ্যাঁ বন্ধু, অণুলেখা বা সিম্বলিক এমন ছোট ছোট কথায় বিশাল ব্যাপ্তীর যে লিখন আপনার হাতে আসে; কিভাবে সম্ভব সেটাই আমি ভাবি। অসাধারণ লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. নিজেকে জাহির নয়; শ্রেফ ছোট্ট কন্ট্রিবিউশনে সবার কাতারে থাকা। এর বেশী না।

  3. ছোট্ট দুটি লাইন অথচ ভাবনার গভীর জগতে নিয়ে যায়। চমৎকার লাগে। যে লেখা পাঠককে ভাবিয়ে তোলে সে লেখাতেই প্রকৃত স্বার্থকতা আমি মনে করি।

    এটা গেলো অণুলিখন-৭৬। ৫০০ না হওয়া পর্যন্ত না থামার অনুরোধ রইলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif স্যার ইলহাম; তেমন গভীর ভাবনা নয়। জল'কে জমাট বাঁধানোর চেষ্টা করা হয়েছে মাত্র। তৃতীয় লাইন তৈরীর যোগ্যতা আমার নেই। যা কিছু; তা হলো যতটুকু না জানি তারচেয়ে বেশী প্রকাশ। আমার সাহস বলতে পারেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif  ধন্যবাদ।

  4. ভাল লাগলো খুব ।অল্প শব্দে এতোখানি ধরা,সত্যি খুব কঠিন কাজ ।

    অভিনন্দন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।