ভালো আছি

valo ase

বিকেলের ক্ষীণ আলোয়
কলেজ গেটে দাঁড়িয়ে ছিলো
এক তরুণ। গায়ে ঝুল পাঞ্জাবী
কাঁধে চটের ব্যাগ, মাথার
চুল উস্কোখুস্কো
তবু প্রসন্ন সে-
মৃদু হেসে এক তরুণী জিজ্ঞেস করে
‘ক্যামন আছেন ?’

কেটে যাচ্ছে শ্রাবণ
তবুও মৃদু হাওয়া হচ্ছে
শরীরে শিহরণ দিয়ে,
আকাশের লালচে আভায়
সন্ধ্যের পূর্বাভাস;

হয়তো কোনো এক গাঁয়ে
এক চপল তরুণী
দিচ্ছে সন্ধ্যাবাতি
প্রেমিকটি তার কেবলই
বিদায় নিয়েছে; চিবুক
ছুঁয়ে বলে গ্যাছে
ভালো থেকো রাতে।

আলো আরও ক্ষীণ হয়;
সৌম্য তরুণ দাঁড়িয়ে আছে
মুখে হাসি
বলে ‘ভালো আছি
আপনিও ভালো নিশ্চয়ই ?

valo ase1
valo asi 2a

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter