অনর্থক উচ্চ হাস্যে সচকিত হতো চারিপাশ
চিরহরিৎ বনভূমে অবিরল রূপালী বৃষ্টিপাত।
শক্ত বিশ্বাসে মহামারী লেগেছে হৃদ বিশ্বে
সন্তরা চারিদিকে আজ শান্তির ঢেঁড়া পেটায়
কোলাহলে আমজনতা টালমাটাল, ভীত সন্ত্রস্ত।
শক্তি লোভী ধর্মগুরু, শাসকের ধ্বজাধারী
যেন সুনসান আঁধারে নষ্ট রাজনীতিক –
মত্ত হস্তির পিঠে পিষ্ট করে চলেছে
অকস্মাৎ মানুষের সব যোগ্যতা সব অর্জন।
মধ্য মেধায় চর্চিত স্বদেশ চৈতন্যর নগরী যেন
মূর্খ বিশ্বাস, অন্ধকারের পথে মদিরার উৎসবে
দ্রুত লয়ে অঙ্গে মাখে অভ্রান্ত উৎসের রঙ তুলি
নপুংসক অক্ষমতা ঢাকে মধ্যমেধার দিবা বাসরে।
অর্ধসত্য অর্ধশিক্ষায় কন্টকিত এই জনপদ
অর্ধ চেতনায় স্বপ্ন দেখে … নক্ষত্র কোথায় !!