তাকে চিনি

11.07.11

তুমি যে ভাষাতেই কবিতা লিখো
আমি পড়বো। সে যদি কবিতা হয়।
তুমি যে ভাষায় গান গাও, সুর তোলো-
সে গান সে সুর – শুনবোই।
যে সুরে ও গীতিকায়
হৃদয় হৃদয়ের সাথে কথা কয়।

যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।

যে ভাষা, যে গীত, যে সুর
মানুষের কথা বলে –
নিজেকে চেনে
প্রত্যয়ে চিনে নেয় উদয়ের পথ
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!

11.07.11a

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter