তুমি যে ভাষাতেই কবিতা লিখো
আমি পড়বো। সে যদি কবিতা হয়।
তুমি যে ভাষায় গান গাও, সুর তোলো-
সে গান সে সুর – শুনবোই।
যে সুরে ও গীতিকায়
হৃদয় হৃদয়ের সাথে কথা কয়।
যে ভাষাতেই তুমি ভালোবাসো
সে নৈবেদ্য যদি-
কপটতা ও শঠতায় অশ্লীল না হয়
এই আমি দু’হাত বাড়ালাম;
আমার হৃদয় নদীতে সাম্পান ভাসাবো
উজানের পথে।
যে ভাষা, যে গীত, যে সুর
মানুষের কথা বলে –
নিজেকে চেনে
প্রত্যয়ে চিনে নেয় উদয়ের পথ
যে প্রবাহ রুদ্ধ করে কে সেই নির্বোধ ?
জঞ্জালে জড়িয়ে দেয় প্রগতির পথ !!