নীরিক্ষণ

fadeddreamsi

গিয়াছো কি দূর পরবাসে কখনো কি – পড়িছে মনে তারে কোনদিন কোন মাসে। একদা সারাটিক্ষণ যে ছিলো তবপাশে বিটপীর পত্রকের মতো ছায়া করে সে ছিলো তোমার সাথে সাথে। ঈষদারক্ত বেদনা তোমার সূর্য আলোকচ্ছটায় পুড়িবার – কালিরেখা যে ছায়ার – মতো সর্বক্ষণে। ললাট তোমার – উজ্জ্বল শ্যামল। বর্ষার পানির মতো স্বেদশ্রুতি যেন ঝরেছিলো ঝরঝর। আবার কখনো তব দুলেছিলো অলকাবলী ঈষৎ সমীরে তাকিয়ে থেকেছি কত সেথা পাণে আমি রে। তাহা পাণে চাহি যে পরিস্ফুট স্মিত বদনও আহারে ফুটেছিলো ক্ষণে তব ঐ বদনেতে রে। ঈষৎ কৃষ্ণ ভাঙ্গাভাঙ্গা ওষ্ঠাধরে হাসির রেখা করেছিলো যে রাশি রাশি সর্বক্ষণে। সুবন্কিম পল্লব রেখা ঐ নেত্র তোমার মদন রসে টলটলায়মান যৌবন আবার চলেছিলো খুঁজি সর্বক্ষণ আহার, মুখকান্তিতে অনির্বচনীয় – ফুটেছিলো শোভার বাহার। তাহা যে আমি আর দেখিতে না পাই কাহারে এখন তুমি ঐ রূপ দেখাইতেছো হায় ভাবিয়া সারা হই তাই। আসিবে তুমি দিবে দেখা দেখিবো গোলাপ কান্তি শোভা স্রষ্টার কাছে প্রার্থনা করি এইটুকুই সর্বক্ষণ যে স্মরি।

( আমি কবি নই। শখের বশে সময় করে চেষ্টা করি মাত্র। আজকের চেষ্টাটি সামান্য ভিন্ন। যা সম্ভবত আমার আমি’র সাথে যায়না। পিছন ফিরে দেখার চেষ্টা ছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য আমার নেই। পাঠক আমি ক্ষমাপ্রার্থী। )

fadeddreamsi

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter