বন্ধুরা শুভেচ্ছা নিন।
আপনারা ইতিমধ্যে জেনেছেন ব্লগারস ফোরাম আয়োজিত বাৎসরিক পিকনিক ২০১২ এর সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আপনাদের অভূতপূর্ব সাড়া আমাদেরকে করেছে মুগ্ধ। আমরা হয়েছি আনন্দিত।
ব্লগে বা ফেসবুকে একে অপরকে আমরা জানি কিন্তু বাস্তবে চিনি না। অথচ নিত্য হয় আলাপ। হয় ভাব বিনিময়। একের সুখে হই সুখি অথবা সমব্যথী। বাস্তবতার আলোয় এ জানা শোনা নির্দিষ্ট এক পর্যায় পর্যন্ত থাকে। আত্মিক এ বন্ধনকে আরো সুদৃঢ় করতে অবশ্যম্ভাবী হয়ে পড়ে গেট টুগেদার। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় জীবন সংসার পেশা ব্যস্ততার কঠিন বৃত্তের বাস্তবতা।
বাৎসরিক কোন আয়োজনের বৃহৎ পরিসরে তারই একটা সুযোগ হয়ে উঠতে পারে। পিকনিকের মতো বাৎসরিক কোন মিলন মেলায় আমরা মিলিত হতে চাই প্রিয় মানুষের সান্নিধ্যে। মুখোমুখি বাস্তব আড্ডায় সম্পর্কটাকে ঝালিয়ে নিতে চাই। কোলাহল আড্ডায় পার করে দিতে চাই একটি বিশেষ দিন। নির্মোহ বন্ধুত্ব হোক আগামী দিনের সম্পদ।
পিকনিক কোথায় হবে কখন হবে কোথায় থেকে গাড়ি ছাড়বে কয়টায় উপস্থিত হবো …তার প্রত্যেক প্রশ্নের উত্তর এই পোস্টের চলমান প্রচ্ছদে দেয়া আছে। বাড়তি ইনফর্মেশন জানতে চাইলে ক্লিক করুন এখানে –
বার্ষিক বনভোজন ২০১২ এবং পিকনিক ২০১২ :: যেখানে হবে।
ইতিমধ্যে অনেকে টোকেন সংগ্রহ করে নিজ নাম তালিকাভূক্ত করেছেন। আবার দূর দূরান্ত থেকে অনেকে আসবার ইচ্ছে পোষণ করেছেন। ব্লগার নন এমন বন্ধুদের সঙ্গে করে নিয়ে আসতে চাইছেন। আমরা চাই আপনারা আসুন। পরিচিত হতে চাই সবার সাথে। ভার্চুয়াল জগতের বাইরেও আমাদের যে অনন্য বন্ধু সত্তা আছে … হয়ে যাক তারই এক পবিত্র প্রকাশ।
সকলের প্রতি যথাযথ সম্মান জানিয়ে আজকের এই পোস্টে আপনাদের সকলের উপস্থিতি অথবা অংশগ্রহন সুনিশ্চিত করতে চাইছি। মন্তব্যের ঘরে আপনার উপস্থিতি পুনঃ নিশ্চিত অথবা রি- কনফার্ম করুন।
আপনার রি-কনফার্মেশন পেলে আমাদের তালিকা এই পোস্টেই আপডেট করে নেবো। তো দেরী কিসের। আমার আপনার নামটি এই পোস্টে বসিয়ে দেই।
# ০১. কালপুরুষ।
# ০২. কালপুরুষ ভাবী।
# ০৩. রাইয়ান। ( বড় ছেলে )
# ০৪. রেজওয়ান। ( ছোট ছেলে )
# ০৫. ধ্রুব। ( ছেলের বন্ধু )
# ০৬. মিঃ লাভলু। ( কালপুরুষ অতিথি )
# ০৭. মিসেস লাভলু। ( কালপুরুষ অতিথি )
# ০৮. সাইক্লোন।
# ০৯. আফরোজা।
# ১০. হুমায়ুন কবির।
# ১১. তুষার।
# ১২. জিয়া রায়হান।
# ১৩. জোহা -ই- সামছিয়া।
# ১৪. খেয়ালী রায়হান।
# ১৫. আরিক রায়হান।
# ১৬. ডা. খালিদ।
# ১৭. মিসেস খালিদ।
# ১৮. আনবারিন খালিদ।
# ১৯. আজাদ কাশ্মীর জামান। ( মুরুব্বী )
# ২০. রেবেকা আজাদ লাকী। ( মুরুব্বীনি )
# ২১. পৃথিবী আজাদ পুষ্পিতা।
# ২২. অপূর্ব আজাদ পার্থক্য।
# ২৩. জান্নাতুন ফেরদৌস।
# ২৪. তৌফিক হাসান অনিক।
# ২৫. ইসরাত জাহান কাশপিয়া।
# ২৬. শাহনাজ পারভীন মুক্তি।
# ২৭. নুসরাত আক্তার নাবিলা।
# ২৮. ডা. দাউদ।
# ২৯. মো: আরফিন।
# ৩০. সাহাদাত উদরাজী।
# ৩১. উদরাজী ভাবী।
# ৩২. উদরাজী জুনিয়র।
# ৩৩. ভালবাসার দেয়াল।
# ৩৪. মিসেস ভালবাসার দেয়াল।
# ৩৫. ভালবাসার দেয়াল জুনিয়র।
# ৩৬. লুবনা রহমান বিষণ্ণময়ী।
# ৩৭. লুবনা রহমান বিষণ্ণময়ী। আকতার হোসেন। ( এম.ডি )
# ৩৮. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০১
# ৩৯. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০২
# ৪০. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০৩
# ৪১. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০৪
# ৪২. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০৫
# ৪৩. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০৬
# ৪৪. লুবনা রহমান বিষণ্ণময়ী। কলিগ ০৭
# ৪৫. জামান আরশাদ।
# ৪৬. জামান আরশাদ। বন্ধু ০১
# ৪৭. জামান আরশাদ। বন্ধু পত্নী ( ৭ বছরের এবং ২ বছরের দুই কন্যা সহ )
# ৪৮. জামান আরশাদ। বন্ধু ০২
# ৪৯. জামান আরশাদ। বন্ধু পত্নী ( ৭ বছরের এবং ৩ বছরের দুই পুত্র সহ )
# ৫০. আহমেদ ইউসুফ।
# ৫১. দোয়েল।
# ৫২. জেড এইচ সৈকত।
# ৫৩. চারুমান্নান।
# ৫৪. চারুমান্নান তনয়া চারু।
# ৫৫. আ,শ,ম, এরশাদ।
# ৫৬. ফারহানা বিদিশা রওশন।
# ৫৭. কাজলাদিদি।
# ৫৮. কাজলভাবী বেবী।
# ৫৯. নূর হোসেন। ব্লগনিক: জীয়নকাঠি
# ৬০. যাযাবর পলাশ।
# ৬১. যাযাবর কণা। ( ৪ বছরের কন্যা পুষ্পিতা সহ )
# ৬২. অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী। মাননীয় মহিলা এম,পি। বগুড়া সদর।
# ৬৩. ফকির আবদুল মালেক।
# ৬৪. ফেরদৌসী মালেক।
# ৬৫. নাফিস মালেক।
# ৬৬. নুহা মালেক।
# ৬৭. সালমা মাহবুব। ( বি-স্ক্যান )
# ৬৮. আবুল হোসেন। ( বি-স্ক্যান )
# ৬৯. শরীফ। ( বি-স্ক্যান )
# ৭০. মইনুল আহসান। ( বি-স্ক্যান )
# ৭১. নিগার সুলতানা সুমি। ( বি-স্ক্যান )
# ৭২. সুমি। ( বি-স্ক্যান )
# ৭৩. শরীফুল ইসলাম। ( বি-স্ক্যান )
# ৭৪. আব্দুল কাইয়ুম। ( বি-স্ক্যান )
# ৭৫. রিয়াদ। ( বি-স্ক্যান )
# ৭৬. আসলাম। ( বি-স্ক্যান )
# ৭৭. সুন্দরী। ( বি-স্ক্যান )
# ৭৮. শিহাব। ( বি-স্ক্যান )
# ৭৯. রাশেদুল। ( বি-স্ক্যান )
# ৮০. প্রীতম। ( বি-স্ক্যান )
# ৮১. নাভিদ। ( বি-স্ক্যান )
# ৮২. পরাগ। ( বি-স্ক্যান )
# ৮৩. ফাহিম। ( বি-স্ক্যান )
# ৮৪. মোহিদুল। ( বি-স্ক্যান )
# ৮৫. মীর শওকত। ( বি-স্ক্যান )
# ৮৬. রাজিন।
# ৮৭. বখতিয়ার শামিম।
# ৮৮. সুপ্ত বখতিয়ার।
# ৮৯. ছবিয়াল।
# ৯০. ছবিয়াল ভাবী।
# ৯১. নীল নক্ষত্র।
# ৯২. ইজি রেসিপি। ( নীল নক্ষত্র ভাবী )
# ৯৩. আজমান আন্দালিব।
# ৯৪. এ. জেড. মাসুদ।
# ৯৫. সজল।
# ৯৬. কবিরনি।
# ৯৭. কান্তা কবিরনি। ( শিশু সন্তান অনামিকা সহ )
# ৯৮. শ্রাবণ সন্ধ্যা। ( ব্লগার বন্ধু কালপুরুষ অতিথি। সঙ্গে কন্যা জাফনা )
# ৯৯. মাহমুদুল আনাম। ( ছায়াবাজি )
# ১০০. মিসেস মাহমুদুল আনাম।
# ১০১. রক্ত নজরুল।
# ১০২.রাসেল
# ১০৩.তানিজিমা খালিদ সোহেলি
# ১০৪.গোধূলির সূর্য
# ১০৫.
# ১০৬.
# ১০৭.
# ১০৮.
# ১০৯.
# ১১০.
বিশেষ কোন প্রয়োজন পড়লে কথা বলতে পারেন: ০১৭৩৭ ৫১ ০৮ ১৫
২৬/০১/২০১২ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৭ টায় কল্যাণপুর দারুস সালাম টাওয়ার এর নিচে উপস্থিত থাকুন। যথাসময় বাস ছেড়ে দেওয়ার চেষ্টা করা হবে। সকাল ৭ টায় বাস ছাড়ার ২ টা কারন রয়েছে –
১. শীতের সময় দিন এমনিতে ছোট। তাই আমরা বেশি সময় পাশাপাশি থেকে আনন্দ উপভোগ করতে চাই, আর এই চাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে যথাসময়ে রওনা দেওয়ার কোন বিকল্প নেই।
২. স্পটে আমাদের জন্য অপেক্ষা করবে গরম ভাপা পিঠা আর টাটকা খেজুরের রস। চিরায়ত এই দুই প্রিয় খাবারের স্বাদ যত সকালে খাওয়া যায় তত মজা। অনুরোধ নিজে দেরি করে যেন নিজেই বিব্রত না হই। এবং অন্যকে আনন্দের পুরো সুযোগ টা যেন দেই।
বাস যাবে : কল্যাণপুর দারুস সালাম টাওয়ার – মিরপুর মাঝার রোড – বেড়ীবাঁধ – কামারপারা (ইস্তেমা মাঠের পাশ দিয়ে) – টঙ্গী – চন্দনা চৌরাস্তা (গাজীপুর) – হোতাপাড়া।
উল্লেখ্য যে : টঙ্গী তে মুন্নু টেক্সটাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে বাস কিছুক্ষণের জন্য থামানো হবে, উত্তরা বা ঐ দিকে যারা থাকেন তারা ইচ্ছা করলে সেখান থেকে আমাদের সাথে যোগ দিতে পারেন। তবে অবশ্যই তা জানিয়ে দিতে হবে।