রংপুর বিভাগের মহিমাগঞ্জে ‘কাশেম’ নামটি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছে মানুষ। এই এলাকায় ৪০জন কাশেম বাস করায় কোন লোক কাশেম নামে কাউকে খুঁজতে এলে তাকে বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। লোকজন জিজ্ঞাসা করে, কোন কাশেম? কারণ নিজ নিজ কর্মের কারণে মহিমাগঞ্জ বাসী ওই ৪০ কাশেমের আগে একটি করে পদবী জুড়ে দিয়েছে। যেমন …
০১. শেখ কাশেম
০২. পাটোয়ারী কাশেম
০৩. আবুল কাশেম
০৪. চশমা কাশেম
০৫. বোলতা কাশেম
০৬. বোতল কাশেম
০৭. ভেজাল কাশেম
০৮. পিওর কাশেম
০৯. বিডিআর কাশেম
১০. পুলিশ কাশেম
১১. মালয়শিয়া কাশেম
১২. ড্রাইভার কাশেম
১৩. খাঁ কাশেম
১৪. খান কাশেম
১৫. তোতলা কাশেম
১৬. গোল্ডলিফ কাশেম
১৭. ষ্টার কাশেম
১৮. চিকা কাশেম
১৯. নাককাটা কাশেম
২০. গালকাটা কাশেম
২১. লম্বা কাশেম
২২. খাটো কাশেম
২৩. আলু কাশেম
২৪. মরিচ কাশেম
২৫. মোল্লা কাশেম
২৬. চৌধুরী কাশেম
২৭. ফর্শা কাশেম
২৮. আলসে কাশেম
২৯. জুতা কাশেম
৩০. জিন্স কাশেম
৩১. পানওয়ালা কাশেম
৩২. মুক্তিযোদ্ধা কাশেম
৩৩. লেবার কাশেম
৩৪. ব্যাপারী কাশেম
৩৫. মুনশী কাশেম
৩৬. রিক্সা ওয়ালা কাশেম
৩৭. পকেটমার কাশেম
৩৮. চোরা কাশেম
৩৯. ধুণকর কাশেম
৪০. সেক্সি কাশেম
উল্লেখ্য কাশেম প্রামাণিক নামে একজন ১১টি বিয়ে করায় এলাকাবাসী তার নাম দিয়েছে সেক্সি কাশেম।
( লিখার উদ্দেশ্য বিশেষ এলাকা কিংবা কাউকে হেয় করার জন্য নয় )
দেখুন আপনার এলাকায় অথবা জানা মতে আর কোন কাশেম বাদ গেলো কিনা !!