কেউ কথা রাখেনি

neelblog_1214332070_1-stars-in-the-sky_57

মূলঃ সূনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেইশ বছর কাটলো, চুলও কথা রাখেনি
ছেলে বেলায় টিভিতে, এক নায়িকা তার বিজ্ঞাপনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শূকর মার্কা তেলে সাতদিনে চুল ঘন হবে।
তারপর কতো দিন, মাস, বছর চলে গেল কিন্তু সেই ঘন চুল
আর হলো না
এগার বছর প্রতীক্ষায় আছি।

মামা বাড়ির চাকর কাদের আলী বলেছিল, ধৈর্য ধর দাদা ঠাকুর
তোমাকে আমি তিন পাগলীর চুল দেখাতে নিয়ে যাবো
সেখানে ওদের ঝাঁকরা চুলে উকুন আর খুশকি
খেলা করে।

কাদের আলী, আমি আর কতো ধৈর্য ধরবো? আমার মাথার টাক পড়ে
ফুটবল মাঠ হয়ে গ্রীবা স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিন পাগলির চুল দেখাবে?

একটাও গোল চিরুনি কিনতে হয়নি কখনো
ঝাঁকড়া চুল দেখিয়ে দেখিয়ে রাহুল কাট্ মেরেছে কলেজের ছেলেরা
হ্যাবলার মতন গার্লস্ কলেজের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভেতরের বরণ উৎসব
হলুদ জমিন, লাল পাড়ের শাড়ি পরা ফর্শা মেয়েরা
কতো রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি।

হাফ টেকো রমজান আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস্ একদিন আমরাও…
রমজান এখন পুরো টেকো, আমাদের দেখা হয়নি কিছুই
সেই গোল চিরুনি, সেই রাহুল কাট্ , সেই বরণ উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!

গায়ের মধ্যে বাদামি তোয়ালে জড়িয়ে পাড়ার নাপিত সুরিন্দর বলেছিল,
যেদিন চুলের মধ্যে- সত্যিকারের কালো মেহেদী লাগাবে
সেদিন তোমার মাথাও তোয়ালের উলের মত ঘন চুল চুল হবে!

চুলের জন্য আমি হাতের মুঠোয় টাকা নিয়েছি
দূরন্ত সব হেকিমের কাছে গিয়েছি
ফার্মাসী তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ টা ই-ক্যাপ।
তবু কথা রাখেনি চুল, এখন আমার মাথায় শুধুই টাক
কখনো সে যে কোনো মরুভূমি!

কেউ কথা রাখেনি, তেইশ বছর কাটলো, চুল কথা রাখেনা!

httpv://www.youtube.com/watch?v=t_L2qgZ-2_8

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

1 thought on “কেউ কথা রাখেনি

  1. কেউ কথা রাখেনি, তেইশ বছর কাটলো, চুল কথা রাখেনা!
    কি সুন্দর বুনন!
    ধন্যবাদ, শ্রদ্ধেয় আজাদ ভাইকে শেয়ার করে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।