নিপুণিকার সনদ এঁটে
সেরেছি সব কাজ, সব দায়ভার-
শুধু আমার দিকে আমি
ফিরে চাইনি একবারও
– পাইনি অবসর।
যে যার মত নিয়ে চলে গেছে
যেমন গন্তব্য যার
আর আমি একাকী প্রান্তে-
তাৎপর্যহীন জীবনের তাৎপর্য খুঁজতে খুঁজতে
হচ্ছি অস্থিচর্মসার।
রবার্ট ফ্রষ্ট তুমি সত্য বলেছ-
শেষ নিদ্রায় যাবার আগে
অনেকটা পথ যেতে হবে।
Miles to go before I sleep…
সবুজ বনভূমি, মানুষের কোলাহল
এবং মানুষের ধ্বংসস্তুপের মধ্য দিয়ে
আমি পথ খুঁজতে খুঁজতে এগিয়ে চলছি।
পাড়ি দিচ্ছি পথ
যেন স্মৃতি নিয়ে বেঁচে থাকা।
(স্মৃতি থেকে নেয়া।)
পাড়ি দিচ্ছি পথ
যেন স্মৃতি নিয়ে বেঁচে থাকা।