বাংলা ব্লগ দিবসের আয়োজন


সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য সব বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট সমস্ত দায়ীত্বশীল এডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।
বর্তমানে ওয়েব জগতে “ব্লগিং” শব্দটি পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে বিশ্বজুড়ে নিজের মত বিনিময়, জনমত তৈরী, সাহিত্য ও সংস্কৃতি চর্চা তথা যোগাযোগের সূত্র তৈরীর ক্ষেত্রে “ব্লগিং” এর ভূমিকা অসীম। ২০০৩ সালের দিকে এই ব্লগিং ধারণার জন্ম এবং তা বিশ্বময় ছড়িয়ে পড়লেও তা ছিল কেবল ইংরেজীতে ।
প্রথমবারের মত “বাংলা ব্লগ দিবস” এর উদযাপনের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেনঃ
ড: আনিসুজ্জামান
ভাষা সৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষা ও সাহিত্যের প্রাক্তন প্রধান।

তারিখঃ ১৯শে ডিসেম্বর ২০১০ইং। রোববার বিকেল ৫টা।

ঠিকানাঃ
‘ইসলাম লজ’
সামহোয়্যার ইন…
বাড়ী: ১৪
সড়ক: ১৬/এ
গুলশান-১
ঢাকা-১২১২

আপনার উপস্থিতি ওয়েব জগতে বাংলা ভাষা ছড়িয়ে দেবার এই প্রচেষ্টার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter