সামহোয়্যার ইন ব্লগের উদ্যোগে অন্যান্য সব বাংলা ব্লগ পরিমন্ডলের সাথে সংশ্লিষ্ট সমস্ত দায়ীত্বশীল এডমিন ও ব্লগারের সম্মিলনে বাংলা ব্লগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।
বর্তমানে ওয়েব জগতে “ব্লগিং” শব্দটি পৃথিবীতে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। ইন্টারনেটে লেখালেখির মাধ্যমে বিশ্বজুড়ে নিজের মত বিনিময়, জনমত তৈরী, সাহিত্য ও সংস্কৃতি চর্চা তথা যোগাযোগের সূত্র তৈরীর ক্ষেত্রে “ব্লগিং” এর ভূমিকা অসীম। ২০০৩ সালের দিকে এই ব্লগিং ধারণার জন্ম এবং তা বিশ্বময় ছড়িয়ে পড়লেও তা ছিল কেবল ইংরেজীতে ।
প্রথমবারের মত “বাংলা ব্লগ দিবস” এর উদযাপনের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেনঃ
ড: আনিসুজ্জামান
ভাষা সৈনিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাভাষা ও সাহিত্যের প্রাক্তন প্রধান।
তারিখঃ ১৯শে ডিসেম্বর ২০১০ইং। রোববার বিকেল ৫টা।
ঠিকানাঃ
‘ইসলাম লজ’
সামহোয়্যার ইন…
বাড়ী: ১৪
সড়ক: ১৬/এ
গুলশান-১
ঢাকা-১২১২
আপনার উপস্থিতি ওয়েব জগতে বাংলা ভাষা ছড়িয়ে দেবার এই প্রচেষ্টার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।