এই সব রাত আসে রাত্রির মত
এই সব রাত্রির বুকে নীল ক্ষত
ক্ষত নয়, মহাকাশে বেদনার জল
একটি জীবন তার উপমা অতল।
সে আমাদের প্রিয় ব্লগার জেড এইচ সৈকত।
ছায়াপথের অশরীরী বৃষ্টি
গুচ্ছ ফোটায় সাদা গোলাপ
ইতিহাসের পরিবর্তে কৃষ্টি
মেলে ধরে নীল ময়ূরীর কলাপ।
আজ জেড এইচ সৈকত এর জন্মদিন।