আসুন ২০১২ এর শব্দনীড় ব্লগারদের খেতাব সাজাই। পোস্টে আমরা অভিভূত হয়েছি নতুন এবং পুরোনো অনেকের সরব পদচারণায়। নিঃশব্দ কীবোর্ডের চাপাচাপিতে অন্যের ভাবনাকে নিজের ভাবনায় তুলে এনেছেন সুনিপুণ ভাবে। কেউ কেউ দম নিয়েছেন সত্য। কিন্তু ফিরেছেন ঠিকই। দেখেছেন চোখ মেলে, ব্যস্ততায় পূর্ণ অংশ হয়তো নিতে পারেন নি তবু জানিয়েছেন শুভকামনা। আমি এবং আমরা সুখি হয়েছি, আনন্দিত হয়েছি। একটি পোস্ট আমি যখন প্রকাশ করি তখন আমি আমার বলে দাবি করিনা। মনে করি এটা পাঠকের। পাঠক সেটাকে যেভাবে ইচ্ছে গ্রহন করতে পারেন। পারেন বর্জন করতে; সে স্বাধীনতা বা অধিকার তিনি সংরক্ষণ করেন। প্রদত্ত খেতাব অনেকের মনে ধরবে, অনেকের ধরবে না। আপনাদের ভালোবাসা পেয়েছি সেই অধিকারে মাথা নুইয়ে বলবো … এটা একটা শ্রেফ মজা। এবং আনন্দ। খেতাবকে সর্বৈব সত্য ধরে নিয়ে নিজেকে ছোট মনে করার কিছু নেই। বরং আনন্দ ঠাট্টার মাঝে সীমাবদ্ধ থাকলেই তা হবে মঙ্গল এবং ভাতৃত্ব বোধের পরিচায়ক। থিম কৃতজ্ঞতায় মুহাম্মদ সাঈদ আরমান।
সহ ব্লগারদের দেয়া খেতাব। আপনার প্রতি একান্তই ভালোবাসার দান।
কিছু নেই। আ,শ,ম,এরশাদ।
ডা. দাউদ – দেবী ও নাই কবিও উধাও। আছে কেবল ধ্যান।
ওয়াচডগ – বিকেলে ভোরের ফুল।
সাইক্লোন – কেবল চিকিৎসার জন্য চিকিৎসক ভালো! অন্য কিছুর জন্য নয়।
মুরুব্বী – যুবরাজ ব্যাক উইথ ওয়াইড উইলো।
জিয়া রায়হান – পদ্মা সেতু। যার আলো এখনো নেভেনি।
আনন্দময়ী – অ অভিমানী।
সাহাদাত উদরাজী – ছোট ছোট রেসিপি।
ভালবাসার দেয়াল – দেয়াল ভাঙ্গার শব্দ শুনি।
খালিদ উমর – নীলে আর বিশ্বাস নাই।
বিষণ্ণময়ী – কী-বোর্ডটা অনেক দিন আরামে আছে।
নাজমুল হুদা – সবুজে অমর।
কবিরনি – ভুলে যাইনি সাগর-রুণি।
আফরোজা হক – শেরে বাংলা একে হক, সৈয়দ শা. হক এরাও তো হক বংশের।
হরবোলা – সহজ সমীকরণ এক থেকে এক বাদ দিলে মাইনাস টু।
রাজিন – মতামত জরিপের এবারের বিষয় “তুষারই বরফ?”।
ফকির আব্দুল মালেক – লম্বা এক কবিতা।
মাহবুব আলী – ”গঠন মুলক” এর মাঝে স্পেস নাই।
জুলিয়ান সিদ্দিকী – গল্পই সাহিত্য, সাহিত্যই গল্প।
আদর – মরলে শহীদ বাঁচলে মুক্তিযোদ্ধা।
সুমন আহমেদ – খুব সহজেই লিখা যেত একটি কবিতার খসড়া !
কালপুরুষ – কালো হই আর ধলা হই আমিই একমাত্র কালপুরুষ।
রেজওয়ান তানিম – জটিল বিষয় পাইনা তাই কলম চলে না।
কামাল উদ্দিন -“ভ্রমণ” নিরাপদ তবু এ জার্নি বাই বোট লিখেও ৫ নাম্বার নাই।
রাবেয়া রব্বানি – আমার নামেও আছে সাহিত্য।
বখতিয়ার শামিম – কবিতা লিখতে পারি না!! আমিন! আমিন!
মুক্তিযোদ্ধা – সত্যের জয় হোক।
চারুমান্নান – ভুতু সোনা এখন কোন ঋতু!
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – খেতাব দিব খাপে খাপ।
হামিদুর রহমান পলাশ – ইতিহাস ছিড়ে আনিব মণিমুক্তা।
সুস্মিতা জাফর – ডাক্তার হই আর সাহিত্যিক হই নামটা তো ভারী আছে।
কুহক – কবিতা বাহক।
আমিন আহম্মদ – ভাব সম্প্রসারণ ভালো পারি সারাংশ পারি না।
দোয়েল – পাখি দোয়েল কাব্য জানেনা।
বিলিভার – পড়তে জানলে লিখতে হয় নাকি!
আজমান আন্দালিব – উদ্যোগ কাজের অর্ধাংশ।
রুপালি গিটার – রুপালী।
সকাল রয় – নিভৃতে লিখে যাই ।
রেজা নুর – কবিতা অনুবাদে কবিতা হারায় না।
নির্ঝর নাসির – যাক নাসিরের আগে কিছু একটা যোগ করা গেল অবশেষে।
বাংলাদেশী স্লাম ডগ – বাপরে–ডরাইছি …
দীপক সাহা – রাস্তায় আটকা।
জেড এইচ সৈকত – ব্লগে তো অনেক এবার ফেবু।
জিল্লুর রহমান – গড ফাদারের তুলনায় গড় মাদার ভয়ংকর।
ফৈরা দার্শনিক – দার্শনিক আবার ধনী হয় নাকি!
সেতুবন্ধন – জীবনেও সেতু বানাইনি।
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী – শেয়ার করি।
নীলসাধু – নিকটা ছোট করতে চাই। আগেরটা কাটবো না পরের টা?
জিপসী – চেনা জানা অবু অচেনা।
শাকিলা তুবা – শাকিলা যাই হোক তুবাটা বেশ।
ফকির ইলিয়াস – গেয়ে যাবো মুক্তির গান।
সাঈদ মোহাম্মদ ভাই – ভাইটা না লাগালে কেউ মনে রাখত না।
মেজদা – দাদার খুব অভাব!
ইজি রেসিপি – ব্লগাররা দয়া করে পুরুষদের দেয়া রেসিপি ফলো করবেন না।
অপদেবতা – এখনো সু দেবতা হতে দেরি আছে।
বই পাগল – এখন ফেবু পাগল।
নেবুলা মোর্শেদ – তোমরা থাক ধুলির পরে, আমি চলিব নভোমণ্ডলে।
আজিম হোসেন আকাশ – কাব্য গ্রন্থের কাব্য।
ছেলেবেলা -আবার হাসিব ব্লগটির তীরে!!
ডা. তৈয়বা – সিডর ডারাইনি, সাইক্লোন ব্যাপার না।
ডাক্তারের রোজনামচা – লিবিয়ার পথ শেষ এবার সিরিয়া।
বাবুল হোসেইন – একটা জীবনান্দ কবিতা লিখব।
এখনো চলছে কবিতার সাথে জীবনের লুকোচুরি। ডা. দাউদ।
নীড় সঞ্চালক – হাইপার টেনশনে সারাক্ষণ।
হরবোলা – অক্ষমের মন্তব্য প্রতিবেদক।
জিয়া রায়হান – ছবির কবি।
সাইক্লোন – সদ্য কুমারব্রত হারিয়ে নিঃস্ব যে জন!
বিষণ্ণময়ী – সবাইকে বিষণ্ণ করে আনন্দ খোঁজে হারালো যে জন।
জামান আরশাদ – জাতীয় দুলাভাই।
ফকির আব্দুল মালেক – ব্ল্যাক ডায়মন্ড।
মোঃ খালিদ উমর – ইজি রেসিপির চকিদার।
আদর – ক্যামেরায় ব্যস্ত চোখ।
ডা. দাউদ – না ডাক্তার! না কবি!!
ছায়েদা আলী – সুহার মা।
খেয়ালী মন – বেখেয়ালে সারাক্ষণ।
কবিরনি – আইডিয়া মাষ্টার।
সাহাদাত উদরাজী – ছোট ছোট কথায় বড় বড় শ্লোগান।
চারুমান্নান – কবিতার মানুষ।
মরু বেদুইন = মুহাম্মদ সাঈদ আরমান।
হামিদুর রহমান পলাশ – প্রবাসী কণ্ঠ।
সুস্মিতা জাফর – হাস্যোজ্জ্বল নাম।
কুহক – কবিতার গুরু।
রাজিন – ভ্রাম্যমান আদালতের হাকিম।
ওয়াচডগ – ব্লগ বুদ্ধিজীবী।
আমিন আহম্মদ – হট সিট কারিগর।
দোয়েল – রিভার জলে হাবুডুবু খাওয়া কাব্য গল্প।
মাহবুব আলী – বিচক্ষণ মেধা।
বিলিভার – হারিয়ে খুঁজি বিশ্বাস।
বখতিয়ার শামিম – চমকিত কবি।
পাংশুল – রহস্যময় মুখ।
নীলসালু – লালসালু’র খালাতো ভাই।
জুলিয়ান সিদ্দিকী – সাহিত্যের হেড মাষ্টার।
রাবেয়া রব্বানি – হিজাবের মডেল।
জুয়ারি – ফেরারী আসামী।
হেমায়েত সুজন – সখীর খোঁজে ব্লগিং।
জামান একুশে – ভাষা আন্দোলন চলছে আজো।
এলিজা আকবর – হাসির রাণী।
মুরুব্বী – চির সুন্দর প্রতিচ্ছবি।
আজমান আন্দালিব – শিশুর হাসি।
রুপালি গিটার – মধ্য রাতের টুং টাং।
সকাল রয় – শিশির স্নিগ্ধ ঘাস ফুল।
নির্বাসন এ একা – নিভৃতের সুর ছন্দ।
মরুভূমির জলদস্যু – জোনাকির নৃত্যকার।
রেজা নুর – ভিন দেশী কবিতার সেতু।
নির্ঝর নাসির – অঝর প্রেমিক।
বাংলাদেশী স্লাম ডগ – মননশীল ভাবুক।
এজহারুল এইচ শেখ – প্রমিত ব্লগার।
আ,শ,ম,এরশাদ – আলোকিত মানুষ।
ছবি – ছবিতার রাণী।
তীর্যক নীল – ধরে না কোন বায়না।
ফরিদুল আলম সুমন – কবিতার কারিগর।
ডা. সুরাইয়া হেলেন – পরম শ্রদ্ধেয়া।
বাবুল হোসেইন – হলুদিয়া পাখি।
ফিদা – সংখ্যা কাব্যের নক্ষত্র।
কামাল উদ্দিন – সম্ভাবনায় উজ্জ্বল।
বন্ধু ব্লগ – বন্ধুর জন্য নিবেদিত।
দীপক সাহা – মন ভালো হাসি।
কালপুরুষ – ব্লগ আইকন।
মোসাদ্দিক উজ্জ্বল – সত্যের লড়াকু কবি।
জেড এইচ সৈকত – পাহাড়ের বুকে সমুদ্র সৈকত।
ভালবাসার দেয়াল – ভালবাসার সেতু।
আনন্দময়ী – নিখুঁত প্রজ্ঞাময়ী।
নাজমুল হুদা – শব্দের ডাক্তার।
আফরোজা হক – কান্তার মা। কবিতার বেয়াইন।
বনফুল – চির স্ফুটিত ফুল।
সুমন আহমেদ – কবিতার বন্ধু।
নীলকণ্ঠ – সময়ের সুজন।
জিল্লুর রহমান – আঁচলের ফুল।
ফৈরা দার্শনিক – মারাত্মক প্রগতিশীল।
সেতুবন্ধন – ভালোবাসার হ্যান্ডসেক।
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – প্রবাসী প্রেমিক।
রেজওয়ান তানিম – মৌন মুখর কবি।
আহমাদ ইউসুফ – বক্র সত্যের আলোক রশ্মি।
আয়েশা আহমদ – কবিতার পূজারীনি।
সাঈদ মোহাম্মদ ভাই – ভাগ্যিস আজিজ মোহাম্মদ ভাই নয় !!
মেজদা – সুন্দর উপস্থিতি।
বালুচর – বৃষ্টি নামুক সবুজের জন্য।
শাহিদুল ইসলাম – শুভাগত মানুষ।
সারাদিন – কেন নয় সারা রাত।
ইজি রেসিপি – নাতির ভয়ে পলাতক দাদী।
রুবেল আহমদ – চমৎকার ব্লগার।
মিজানুর রহমান – শুভ কামনা যার জন্য।
রকি – যাকে ঠিক দেখি না।
মেঘ – এবার বৃষ্টি নামুক।
ঈশিতা জুলিয়া – শিশির সিক্ত ঘাস ফুল।
অপদেবতা – এবার মানুষ হবে প্রেমে।
বই পাগল – পাগল হবার সম্ভাবনা .ooooooooooooo%।
লিখন – বিজলির মত আসা যাওয়া।
সুলতানা – সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা।
তুস – প্রকৃতির মহিমা।
হেমন্ত হিমালিয়া – দোয়েল পাখির খাঁচা।
নেবুলা মোর্শেদ – মহাকাশের টাইম মেশিন।
শাপলা – জাতীয় ফুল।
অজানা পথিক – জেনে যাবো ভালোবেসে।
আজিম হোসেন আকাশ – কষ্টের নীল রঙ।
ছেলেবেলা – প্রবীণ বেলার স্মৃতি চারণ।
পাশা – আশা করি ভালোবাসা পাবো।
গোলাম মাহাবুব – নিরব আলো।
ছবিয়াল – কবিয়ালের ভায়রা ভাই।
আলইমরান – হারানো মুখ খুঁজি।
সুজন – তেঁতুল পাতায় নয় জন।
সরসিজ আলীম – কবির আইকন।
শৈবাল কায়েস – সমুদ্রের গুঞ্জন।
মাহাফুজুর রহমান – উজ্জ্বল আশা।
আসাদ – গাজী হয়ে থাকুন চিরন্তন।
কৃতদাসের নির্বাণ – শিখায় অনির্বাণ কবি।
নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! সাহাদাত উদরাজী।
নীড় সঞ্চালক – কঠিন হৃদয়।
হরবোলা – চুল পাকিলে লোকে হয় না বুড়ো।
জিয়া রায়হান – লোকে আমার বয়স বুঝতে পারল না।
সাইক্লোন – এ যে কঠিন অভিজ্ঞতা।
বিষণ্ণময়ী – পাথর দিল!
জামান আরশাদ – নীলগিরি।
ফকির আব্দুল মালেক – সোজা সাপটা আমি ফকির বাবা।
আদর – দেবর।
ডা. দাউদ – নিজের খেয়ে বনের মেষ তাড়ানো।
ছায়েদা আলী – স্বদেশী কবি।
মোঃ খালিদ উমর – শুধু গান গেয়ে পরিচয়।
খেয়ালী মন – মনের খোয়াল রাখবে কে?
কবিরনি – উপরে গরল নীচে তরল!
সাহাদাত উদরাজী – !!!
চারুমান্নান – কবিতার প্রহর।
মরু বেদুইন – স্বদেশী আশা।
হামিদুর রহমান পলাশ – লোহিত সাগরের পাশে একা দাঁড়িয়ে।
সুস্মিতা জাফর – ফুল ফুটে রাত্রী কালে।
কুহক = চেনা ব্রাক্ষণের পৈইতা লাগে না।
রাজিন – মামা, আমি অনেক বড় হয়েছি।
ওয়াচডগ – পুরা শরীরেরই পচন, ওয়াচ করবো কোথা।
আমিন আহম্মদ – ইউনাইটেড একশন।
দোয়েল – আশা পুরন হল না লো সখী।
মাহবুব আলী – পথেই পড়ে থাকে ভালবাসা।
বিলিভার – হারিয়ে যাওয়া এক মহানায়ক।
বখতিয়ার শামিম – চোখ যে মনের মথা বলে।
পাংশুল – কত কথা বলার ছিলো।
নীলসালু – একদিন দেখা হবে, অনেক মজা হবে।
জুলিয়ান সিদ্দিকী – ভালবাসা মরুময়।
রাবেয়া রব্বানি – একেলা পাখি।
জুয়ারি – রাত জাগা পাখি।
আজমান আন্দালিব – সেরা কাজী।
রুপালি গিটার – মামা, আমি এখানে।
সকাল রয় – কি যে করি।
নির্বাসন এ একা – ভালবাসা যায় না দেখা।
মরুভূমির জলদস্যু – দুনিয়া ঘোরে টাকার পিছে আমি ঘুরলে দোষ কি!
রেজা নুর – দিল কারবারি।
নির্ঝর নাসির – হে দুনিয়া, মেরা কাম কি নেহি!
বাংলাদেশী স্লাম ডগ – এটেনশন।
এজহারুল এইচ শেখ – প্রতিভা।
আ,শ,ম,এরশাদ – শাদকেলিক্স।
বাবুল হোসেইন – সোনার পালঙ্কে কাঁথা!
ফিদা – টুনটুনি।
কামাল উদ্দিন – একেই বলে অভিজ্ঞতা।
বন্ধু ব্লগ – তোমাদের ছেড়ে যাব কোথায়।
দীপক সাহা – ইয়ং ম্যান অফ দ্যা ইয়ার ২০১২।
কালপুরুষ – আছি তোমাদের সাথে।
মোসাদ্দিক উজ্জ্বল – আর কত লিখবো।
জেড এইচ সৈকত – ইয়ং ব্যাচেলর অফ দ্যা ইয়ার ২০১২।
ভালোবাসার দেয়াল – ভালবাসা লাগে, ভালবাসা!
আনন্দময়ী – লুকানো বাঘ।
নাজমুল হুদা – ফ্রেন্ড অফ দ্যা ইয়ার ২০১২।
আফরোজা হক – মা জননী।
বনফুল – হীরক রাজা।
সুমন আহমেদ – ছন্দের যাদু।
নীলকণ্ঠ – সাধারণ।
জিল্লুর রহমান – এই জন্মে আর হল না!
ফৈরা দার্শনিক – ইশারা।
সেতুবন্ধন – জানি ফিরে আসবে একদিন।
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী – মরিলে কান্দিস না কেহ।
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – এই কুলে আমি আর ওই কুলে তুমি।
মুক্তিযোদ্ধা – বয়স তো আর কম হল না!
নীলসাধু – আবার আসিব ফিরে।
জিপসী – আই এম এ ডিসকো ড্যান্সার।
শাকিলা তুবা – সময়ে এক ফোঁড়।
আবু মকসুদ – ইয়া বাবা।
ফকির ইলিয়াস – দূর থেকে কাশ বন সাদাই দেখা যায়!
আয়েশা আহমদ – চলতে চলতে।
সাঈদ মোহাম্মদ ভাই – কি যে হল বুঝি না।
মেজদা – আদাব।
বালুচর – সীমানা হারা।
শাহিদুল ইসলাম – বল না কবুল।
রেজওয়ান তানিম – ইঞ্জিনিয়ার কবি।
আহমাদ ইউসুফ – রাতের ছবি।
সারাদিন – সাথে আছি।
ইজি রেসিপি – সে সময় কোথায়।
রুবেল আহমদ – সে যে এল না, কিছু ভাল লাগে না।
মিজানুর রহমান – খোঁচায় বন্দী।
রকি – বুঝেও বুঝে না।
মেঘ – আয় রে।।
ঈশিতা জুলিয়া – মেরা নাম চুন চুন চু।
অপদেবতা – দেবতাদের রাজা।
বই পাগল – কাজে মন নেই।
লিখন – কি খাই, ঘরে কিছু নাই।
সুলতানা – মনের মানুষ।
তুস – তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে।
হেমন্ত হিমালিয়া – ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।
ছবি – দিন ফুরায় না।
মাইন রানা – ওরে ও বাঁশিওয়ালা।
তীর্যক নীল – ছাড় নেই।
ফরিদুল আলম সুমন – কবিতায় ভালবাসা লুকিয়ে থাকে।
ডা. সুরাইয়া হেলেন – রিক্সা প্রেম।
নেবুলা মোর্শেদ – মহাকাশ গবেষণা।
শাপলা – পুরুষের মেকাপ দরকার।
অজানা পথিক – পথ ভোলা।
আজিম হোসেন আকাশ – তরুন কবি।
ছেলেবেলা – যে দিন যায় না ভোলা।
পাশা – মাঝ রাতে চাঁদ যদি।
গোলাম মাহাবুব – বলব কথা তোমার সনে।
ছবিয়াল – ক্যামেরায় নাই কালি।
আলইমরান – নুতন চাকুরে!
সুজন – দেখা হয় নাই চক্ষু মেলিয়া।
সরসিজ আলীম – সর্বভূক কবি।
শৈবাল কায়েস – দিনের আলো দেখিবার চাই।
মাহাফুজুর রহমান – যে ডালে কাক বসে না।
আসাদ – ইলাই কিতা।
কৃতদাসের নির্বাণ – ইমেল আর চলে না।
হেমায়েত সুজন – বন্ধুর বাড়ী।
জামান একুশে – লিড নিউজ।
এলিজা আকবর – ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি।
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী – যে বাগানে আর ফুল ফুটে না।
ঘাস ফড়িং – প্রতিজ্ঞা।
রাফিউল রাজী রিটন – শান্তি চাই।
নাজমুন নাহার – কে কোথায়।
হাসান ফেরদৌস – দুই দিনের দুনিয়া।
রক্ত-নজরুল – ভাল মানুষ।
আর. এইচ. মামুন – জীবনের দাম।
মুরুব্বী = ব্লগে আসি ঘরদোর ছাড়ি !!
আশরাফুল কবির রনি। কবির রনি। কবিরনি।
নীড় সঞ্চালক – নীড়হারা অচল লোক।
হরবোলা – যাত্রার বিবেকের পার্টটা একা আমার।
জিয়া রায়হান – বোঝার চেষ্টায় আছি।
সাইক্লোন – ঝড় তুলতে চাই, কিন্তু রসদ নাই।
বিষণ্ণময়ী – অবুঝ বুঝময়ী।
জামান আরশাদ – আত্বগোপনে নেতা।
ফকির আব্দুল মালেক – সংগ্রামী বালক।
আদর – দিদির ছোট ভাই।
ডা. দাউদ – দেবী না কবি?
ছায়েদা আলী – বিদেশে স্বদেশী ফুল।
মোঃ খালিদ উমর – দিকভ্রান্ত নাবিক।
খেয়ালী মন – খেয়ালী ব্লগার, খেয়ালে ব্লগিং ।
সাহাদাত উদরাজী – ছোট ছোট কথা বলি। বড় বড় কাজ করি।
চারুমান্নান – ব্লগের কবি ব্লগার কবি।
মরু বেদুইন – নিক চেন্জ করাই কাল হলো।
হামিদুর রহমান পলাশ – স্ত্রী’র কারণে ব্লগিং।
সুস্মিতা জাফর – ফেসবুক গল্পকার।
কুহক – উচিৎ কথার জায়গা নাই।
রাজিন – জরিপে আমেরিকান ব্যাচেলার।
ওয়াচডগ – ওয়াচে কারিগরী সমস্যা।
আমিন আহম্মদ – রাজাকারের ক্ষমা নাই, আওয়ামী প্রীতির ভাত নাই।
দোয়েল – হঠ্যাৎ ডাকি।
মাহবুব আলী – পাঠকের খোঁজে।
বিলিভার – হারিয়ে গেছি খুজে পাবে না।
বখতিয়ার শামিম – কবিতায় সম্বল।
জুলিয়ান সিদ্দিকী – জ্বলছি জ্বালায়।
রাবেয়া রব্বানি – চোর ধরার কারিগর।
আজমান আন্দালিব – প্রজেক্ট উদ্যেক্তা।
রুপালি গিটার – গিটারের তার ছিঁড়ে গেছে।
সকাল রয় – কেন অভিমানী নিজেও বুঝি না।
নির্বাসন এ একা – এবার হবো দোকা।
রেজা নুর – অনুবাদক কবি।
বাংলাদেশী স্লাম ডগ – ওয়াচডগের কাজ চাই।
আ,শ,ম,এরশাদ – চায়না ছিলাম ভালই ছিলাম আইসা দেখি মগজ নাই।
বাবুল হোসেইন – 100% কবি।
ফিদা – ভাব বোঝার অপেক্ষা।
কামাল উদ্দিন – মঙ্গল গ্রহ ঘুরে এলাম।
বন্ধু ব্লগ – বন্ধু চাই।
দীপক সাহা – গলায় কথা আটকে থাকে।
কালপুরুষ – আমার বনানীর বাসার স্মৃতি।
মোসাদ্দিক উজ্জ্বল – বুঝতে চাই, চিনতে চাই।
জেড এইচ সৈকত – হান্ড্রেড পার্সেন্ট ব্যাচেলার।
ভালবাসার দেয়াল – পরিবর্তনের হাওয়া।
আনন্দময়ী – আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।
নাজমুল হুদা – হুদাহুদি ব্লগিং করি না।
আফরোজা হক – শ্বাশুড়ি আম্মা।
সুমন আহমেদ – ভাংতি পদ্যের ব্যাপারী।
নীলকণ্ঠ – পোষ্টের উৎস লিখতে মনে থাকে না।
জিল্লুর রহমান – টু অর নট টু বি উপন্যাস চলবেই।
ফৈরা দার্শনিক – এখনো তো দর্শন কপচাই নি।
সেতুবন্ধন – রূপকথার গল্পপ্রেমী।
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী – শেয়ার পোষ্ট বিশারদ।
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – মন অস্থির।
সত্য বলতে চাই।সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল)।
নীড় সঞ্চালক – অর্থনৈতিক মন্দা ব্লগে পোস্ট ও কম আসে।
মুরুব্বী – সবুজ মানুষ।
হরবোলা – বাঁশে তেল কিভাবে লাগাতে হয় শিখে নিন।
জিয়া রায়হান – ভবের হাটে ছবি খুঁজি।
সাইক্লোন – যদি সমুদ্র পাড়ে আর কটা দিন।
বিষণ্ণময়ী – মমতার আধার।
ফকির আব্দুল মালেক – বিজ্ঞজন।
আদর – বড় হইছি এখন কেউ আদর করে না।
ডা. দাউদ – দেবীর বর্ণনায় কবি।
ছায়েদা আলী – এই আছি এই নাই।
নীল নক্ষত্র – আকাশ এখন ধোঁয়ায় ভরা।
খেয়ালী মন – ইচ্ছে হলে ব্লগে আসি।
কবিরনি – যেন নাম সূত্রেই কবি।
সাহাদাত উদরাজী – ছোট কথা বড় ভাবনা।
চারুমান্নান – নিয়মিত কবি।
মরু বেদুইন – চারপাশ দেখে থমকে যাই।
হামিদুর রহমান পলাশ – সব বলতে চাই সময় হয় না।
সুস্মিতা জাফর – ডাক্তার হবো না সাহিত্যিক চিন্তায় আছি।
কুহক – কাব্য থাকবো বেঁচে।
রাজিন – স্নো পড়তেই হবে না হলে হরতাল।.
ওয়াচডগ – সদ্য বাবা আদুরে শিশুর।
আমিন আহম্মদ – নিবেদিত ব্লগার।
দোয়েল – আবেগ সামলাতে কবিতা লেখা।
মাহবুব আলী – ব্লগ মাস্টার।
বিলিভার – হঠাৎ কোথায় হারিযে গেলাম।
বখতিয়ার শামিম – ডুবিয়ে এলাম এবার জলের কবিতা।
পাংশুল – রবী ঠাকুরের দাদী।
নীলসালু – মোল্লারা এখন দৌড়ের উপর।
জুলিয়ান সিদ্দীকি – ঝুনঝুনি হাতে।
জুয়ারি – জমে না খেলা শীতে জমে যাই।
আজমান আন্দালিব – কথা বলি তবে সুযোগ পাই না।
রুপালি গিটার – বে- সুরে বাজি।
সকাল রয় – হানিমুনে কোথায় যাবো।
নির্বাসন এ একা – আসলে একা না।
মরুভূমির জলদস্যু – কেবল বালি।
ফকির আবদুল মালেক
নীড় সঞ্চালক – আয়লো সখি উইড়া যাই, ঢিল মারি তর টিনের চালে।
হরবোলা – আমি তো বন্ধু মাতাল নই।
জিয়া রায়হান – আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই।
সাইক্লোন – শিশুকাল কাল ছিল ভাল, যৌবন কেন আসিল।
বিষণ্ণময়ী – ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।
জামান আরশাদ – বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না।
আদর – আমায় ডেকো না ফেরানো যাবে না।
ডা. দাউদ – রক্তে আমার মিশা আছে সুরের ছোঁয়া।
ছায়েদা আলী – যেও না সাথী, চলেছো একলা কোথায়।
মোঃ খালিদ উমর – ওরে রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া।
খেয়ালী মন – কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।
কবিরনি – পাড়ার মানুষ কয় আমায় ভুতে ধরেছে।
সাহাদাত উদরাজী – আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
চারুমান্নান – এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো।
মরু বেদুইন – কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।
আমিও তারা হবো তোর মেঘলা আকাশে। আদর।
নীড় সঞ্চালক – অলস সম্রাট।
হরবোলা – সুপ্ত আগ্নেয়গিরি।
মুরুব্বী – বটবৃক্ষ।
জিয়া রায়হান – ছবির মাঝে অপরূপ জন্মভূমি।
ডা. দাউদ – আলোকবর্তিকা হাতে ছুটে চলা কবি।
সাহাদাত উদরাজী – প্রিয়জন।
চারুমান্নান – কবিতার মাঝেই যার জীবন।
মরু বেদুইন – ছড়ার মেলা।
মাহবুব আলী – প্রিয় শিক্ষক।
আজমান আন্দালিব – যোদ্ধা।
আ,শ,ম,এরশাদ – নির্ভেজাল আলোকিত মানুষ।
কামাল উদ্দিন – প্রথম সকাল।
কালপুরুষ – আমের দেশের মানুষ।
মোসাদ্দিক উজ্জ্বল – সোজাসাপ্টা কথা।
জেড এইচ সৈকত – নিখোঁজ বালক।
বনফুল – লুকিয়ে থাকা প্রতিভা।
জিল্লুর রহমান – দেখা হয়েছিল সাইবার ক্যাফেতে।
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – সরল মন।
রুবেল আহমদ – মধ্য রাতের কণ্ঠ।
সুজন – হারানো কণ্ঠস্বর।
রাফিউল রাজী রিটন – মামা মিঞা পাম পাম।
পরে বলব…. ফৈরা দার্শনিক।
সুজন – মহা ব্লগার।
সাইক্লোন – সত্যিই ঝড়।
নীলসাধু – আর কি করব।
কুহক – জোয়ান কবি।
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – প্রেমের কবি।
জগতের সব কাজই আমি পারি না। জুলিয়ান সিদ্দিকী।
আফরোজা হক – সংক্ষেপে হক্কানী।
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) – অদৃশ্য-কাহিনীকার।
আমি অতি সাধারণ, নিরব, আর লাজুক প্রকৃতির একটি ছেলে। নির্ঝর নাসির।
নির্বাসন এ একা – একা আর ভালো লাগে না সঙ্গী খুঁজিতেছি।
ওয়াচডগ – বড়ই উদ্বিগ্ন।
আমি নগরের জেষ্ঠ শামুক। রাবেয়া রব্বানি।
সাহাদাত উদরাজী – ব্লগ আইকন পার্সোনালিটি।
সমযের প্রয়োজনে, জীবনের দায়বদ্ধতায়। হামিদুর রহমান পলাশ।
নীড় সঞ্চালক – সফল নীড় পর্যবেক্ষক।
হরবোলা – জীবন বিষাদময় নয়।
জিয়া রায়হান – ছবি পাগল।
সাইক্লোন – রোগী না হয়েও ডাক্তারের কবলে।
বিষণ্ণময়ী – বিষন্নতায় ভরা, মমতায় ঘেরা।
জামান আরশাদ – ব্যস্ত দুলাভাই।
ফকির আব্দুল মালেক –
আদর – আরো আদর চাই।
ডা. দাউদ – ভালবাসার বাতিঘর।
ছায়েদা আলী – ভালবাসার নীল খাম।
মোঃ খালিদ উমর –
খেয়ালী মন – এখনও বেখেয়ালে আছি।
কবিরনি – কবিতার জাগ্রত সত্তা।
সাহাদাত উদরাজী – সফল রেসিপি হতে পারলাম কই, ছোট কথার জাদুকর।
চারুমান্নান – ভোরের পাখি।
মরু বেদুইন – এখন তীরে খুঁজে ফিরি।
হামিদুর রহমান পলাশ – এখনও জানার অনেক বাকী।
সুস্মিতা জাফর – জীবন তো নয় যেন খেলাঘর।
কুহক – আসলে আমি হক।
রাজিন – এখনও অনেক পথ বাকী।
ওয়াচডগ – দেখার বাকী অনেক কিছু।
আমিন আহম্মদ – রাজনীতির পাঠশালা।
দোয়েল – সদ্য কৌমার্য হারানো।
মাহবুব আলী – আর কত কাদাবে বল ?
তো এই গেলো মহাকাব্য। পোস্ট এর দৈর্ঘ্য দেখে আমি নিজেও বিস্মিত। জানিনা কয়জন আমাকে সশব্দে অভিসম্পাত করবেন। তবু এটার প্রয়োজন ছিলো। কেননা আবাহন পোস্টে আপনারা যে উদ্দীপনায় আমাকে সঙ্গ দিয়েছেন তাতে আমি অভিশপ্ত খেতাব পেলেও ক্ষতি নেই। সানন্দে মাথা পেতে নেবো। মনে করবেন এটা আমার কর্তব্য ছিলো আমি পালন করেছি। এবার আপনাদের পালা।
প্রথমত: নিজে গুনে মন্তব্যের ঘরে লিখুন কে কয়টা খেতাব পেলেন।
দ্বিতীয়ত: আপনার দৃষ্টিতে সেরা ১০টি খেতাব মন্তব্যের ঘরে লিখুন।
তৃতীয়ত: লিখুন ২০১২ সালের আপনার স্মরণীয় মন্তব্যটি।
সুন্দর খেতাব দাতা ও এই পোস্টে ২০১২ সালের সেরা মন্তব্যের জন্য রয়েছে বিশেষ পুরুস্কার। পুরুস্কার দেয়া হবে একুশে বই মেলার ব্লগারস ফোরামের স্টলে।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন। সুস্থ্য থাকুন। সর্বোপরি নিরাপদে থাকুন।
শব্দনীড় এর অগ্রযাত্রা অব্যাহত থাক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।