ব্লগারস ফোরাম প্রকাশনায় সেলিমা রহমান এর ‘তোমাকে’

tomake

কবি সেলিমা রহমান এর কবিতা নিয়ে অসাধাণ মানের একটি কাব্যগ্রন্থ। পাঠক মাত্রই ভালো লাগবে। বইটি প্রকাশ করেছে ব্লগারস ফোরাম। দৃষ্টি নন্দন প্রচ্ছদ এঁকেছেন প্রতিভাবান প্রচ্ছদ শিল্পী সুমন আহমেদ। যার একের পর এক প্রচ্ছদ ইতিমধ্যেই সৃষ্টিশীল পাঠক তথা লিখক সমাজে ভিন্নধর্মী স্বকীয় মর্যাদায় স্থান করে নিয়েছে। মুগ্ধতায় ছেঁয়ে যায় মন। সৃষ্টি শিল্পে তাঁর রং তুলি কথা বলুক অবিরাম।

আসুন প্রাণের মেলায় ব্লগারস ফোরাম এর “শব্দতরী” স্টলে। পরিচিত হন নতুন বই এর সাথে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রি চলুক সহ ব্লগারদের সাথে পরিচিতি এবং জম্পেস আড্ডা। খোলামেলা আলাপে জমে উঠুক ব্লগ কিংবা ব্লগিং থেকে শুরু করে ব্যক্তিজীবন। সামান্য বিশ্রাম। হাতে থাক ধূমায়িত চা অথবা কফি।

তোমাকে
সেলিমা রহমান
কাব্যগ্রন্থ
প্রচ্ছদ: সুমন আহমেদ
প্রকাশক: ব্লগারস ফোরাম
দাম -১৫০ টাকা।

পাওয়া যাবে যথারীতি আপনার পরিচিত ঠিকানায় –

শব্দতরী
ব্লগারস ফোরাম
স্টল নং ৩২
লিটিল ম্যাগ কর্ণার
রোকেয়া চত্বর
একুশে বইমেলা ২০১৩।

বেশী বেশী বই পড়ুন।
অন্যকেও বই পড়তে কিংবা কিনতে উৎসাহিত করুন।
সকল লেখক পাঠকদের জন্য রইলো মহান একুশের শুভেচ্ছা।

ব্লগারস ফোরাম প্রকাশনায় আরো বেশ কিছু বইয়ের সন্ধান পাবেন এখানে –
ক্লিক করুন লিঙ্কে – একুশে বইমেলা ২০১৩: শব্দতরী স্টলে আপনি আমন্ত্রিত।

tomake01a

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter