মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট চাবি

pccccccccc

পত্রিকায় পড়তাম কোন এক বিশেষ পণ্য আসছে যা দিয়ে সবই সম্ভব।
এক সময় দূর থেকে কম্পিউটার নামের জিনিসটাও দেখলাম।
দেখাই সার, নেড়ে দেখা হলোনা।
আজ ঘেটে দেখছি।

তবু মনে হলো, কিছুই জানা হলো না।
যতটুকু জানি ( এক সময় পড়েছিলাম )
শেয়ার করলাম।

মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট Key.

Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিস্ট্রার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)

Ctrl – A = সিলেক্ট অল।
Ctrl – B = টেক্সট বোল্ড।
Ctrl – C = কোন কিছু কপি করা।
Ctrl – D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl – E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl – F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl – G = গো টু কমান্ড।
Ctrl – H = রিপ্লেস কমান্ড।
Ctrl – I = টেক্সট ইটালিক।
Ctrl – J = টেক্সট জাস্টিফায়েড এলাইনমেন্ট করা।
Ctrl – K = হাইপার লিংক তৈরী করা।
Ctrl – L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl – M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl – N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl – O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl – P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl – Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl – R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl – S = ফাইল সেভ।
Ctrl – T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl – U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl – V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl – W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl – X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl – Y = রিপিট করার জন্য।
Ctrl – Z = আনডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।

(পূর্বে কেউ অত্র বিষয়ে পোষ্ট দিয়ে থাকলে, জানবেন আমি দেখি নাই।)

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter